প্রবেশপত্র না পেয়ে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ-অবরোধ

বিক্ষোভরত শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা
বিক্ষোভরত শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা  © সংগৃহীত

এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র না পেয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। বুধবার (১ ডিসেম্বর) রাতে প্রবেশপত্রের দাবিতে রংপুরের সাহেবগঞ্জ-হারাগাছ সড়ক অবরোধ করে বিক্ষোভ করে তারা।

জানা গেছে, চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় রংপুর সাহেবগঞ্জ টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ থেকে কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে ১২৫ জনের বেশি শিক্ষার্থীর এবার পরীক্ষা দেওয়ার কথা ছিল। বৃহস্পতিবার তাদের প্রথমদিনের পরীক্ষায় অংশগ্রহণ করার কথা। কিন্তু বুধবার রাত পর্যন্ত তাদের প্রবেশপত্র আসেনি। প্রবেশপত্রের দাবিতে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে পুলিশ এসে অনুরোধ করে সড়কে যান চলাচলের জন্য উন্মুক্ত করলেও বিক্ষোভ চালিয়ে যায় শিক্ষার্থীরা।

এদিকে এ ঘটনায় ওই শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যক্ষসহ অন্যান্যরা গা ঢাকা দিয়েছেন। অধ্যক্ষসহ সংশ্লিষ্টদের খুঁজছে পুলিশ।

হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। শিক্ষার্থী ও অভিভাবকদের শান্ত রাখার চেষ্টা করছি। ওই কলেজের অধ্যক্ষসহ কাউকে পাওয়া যাচ্ছে না। পুলিশ তাদের খুঁজছে। অধ্যক্ষকে পাওয়া গেলে বিস্তারিত জানা যাবে।


সর্বশেষ সংবাদ