দেশের উন্নয়নে বিশ্ববিদ্যালয়গুলোকে অবদান রাখতে হবে: শিক্ষা উপমন্ত্রী

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল
শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল  © সংগৃহীত

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, দেশের টেকসই উন্নয়নে সারাদেশের বিশ্ববিদ্যালয়গুলোকে অঞ্চলভিত্তিক অবদান রাখতে হবে। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো জনগণের ট্যাক্সের টাকার ওপর নির্ভরশীলতা কমিয়ে নিজস্ব অর্থায়নের দিকে জোর দিতে হবে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোকদিবস পালনে শনিবার রাতে আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের (বাআবিঅফ) উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শিক্ষা উপমন্ত্রী বলেন, ১৫ আগস্টের শোক আমাদের শক্তির উৎস। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শোককে শক্তিতে পরিণত করে বাংলাদেশ আজ ঘুরে দাঁড়িয়েছে এবং এগিয়ে যাচ্ছে।

তিনি বঙ্গবন্ধুর শিক্ষা স্বপ্ন বাস্তবায়নে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে এগিয়ে আসার আহ্বান জানান। একইসাথে বিশ্ববিদ্যালয়গুলোকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে কর্মকর্তাদের অগ্রণী ভূমিকা পালন করার আহ্বান জানান।

ফেডারেশনের সভাপতি মো. আমিরুল ইসলামের সভাপতিত্বে ভার্চুয়াল মাধ্যমে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শেখ আবদুস সালাম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ. কিউ এম মাহবুব।


সর্বশেষ সংবাদ