ময়মনসিংহ মেডিকেলে করোনায় আরও ৫ জনের মৃত্যু

২৪ আগস্ট ২০২১, ১২:০০ PM
ময়মনসিংহ মেডিকেলে করোনায় আরও ৫ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেলে করোনায় আরও ৫ জনের মৃত্যু © টিডিসি ফাইল ফটো

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এদেরমধ্যে করোনায় ৪ জন এবং উপসর্গ নিয়ে ১ জন চিকিৎসাধীন ছিলেন। এছাড়া গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ জেলায় ৭৮৬ জনের নমুনা পরীক্ষায় ১৪৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৮ দশমিক ৯৫ শতাংশ।

মঙ্গলবার (২৪ আগষ্ট) সকালে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটের (ফোকাল পার্সন) আবাসিক কর্মকর্তা ডাঃ মোঃ মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, করোনা আক্রান্ত হয়ে মৃতরা হলেন-ময়মনসিংহের খালেদা বেগম (৬৫), ফুলবাড়ীয়া উপজেলার মোকসেদ আলী (৫৫) ও গফরগাঁওয়ের আনোয়ারা বেগম (৬৫) ও শেরপুরের নালিতাবাড়ীর রঞ্জিত সাহা (৬০)। জেলাওয়ারী করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন- ময়মনসিংহের ৩ জন এবং শেরপুর জেলার ১ জন। আর করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন- গাজীপুর জেলার শরীফা খাতুন (৫৫)। জেলাওয়ারী করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন গাজীপুর জেলার ১ জন।

ডাঃ মোঃ মহিউদ্দিন খান মুন আরও জানান, মমেক হাসপাতালের ৪০২ আসনের ডেডিকেটেড করোনা ইউনিটে বর্তমানে রোগী ভর্তি আছেন ১৯২ জন। এর মধ্যে ১৩ জন আইসিইউতে আছেন। গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন ২০ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২৪ জন।

এদিকে ময়মনসিংহ জেলা সিভিল সার্জন অফিসের সর্বশেষ করোনা টেস্টের প্রতিবেদন অনুযায়ী সূত্রে প্রাপ্ত হয়ে জানা যায়, ময়মনসিংহ জেলায় গত ২৪ ঘন্টায় ৭৮৬ জনের নমুনা পরীক্ষায় ১৪৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৮ দশমিক ৯৫ শতাংশ।

আনসার ব্যাটালিয়ন অফিস কমপাউন্ডে ককটেল বিস্ফোরণ
  • ৩১ জানুয়ারি ২০২৬
সরকারের ঋণ নিয়ে ঢাবি অধ্যাপকের ছড়ানো তথ্য সঠিক নয়
  • ৩১ জানুয়ারি ২০২৬
‘নির্ধারিত সময়ের আগে সরকারি বাসা ছেড়েও মিডিয়া ট্রায়ালের শিক…
  • ৩১ জানুয়ারি ২০২৬
শেরপুরে সেই জামায়াত নেতা হত্যার ঘটনায় মামলা
  • ৩১ জানুয়ারি ২০২৬
‘শহীদের মায়ের আবেগকে অবমাননা অমানবিক ও নিন্দনীয়’
  • ৩১ জানুয়ারি ২০২৬
জুলাইয়ে শহীদ সাংবাদিক মেহেদির বাবাকে মারধর, অভিযোগ বিএনপির …
  • ৩১ জানুয়ারি ২০২৬