১ সেপ্টেম্বরের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান না খুললে আমরণ অনশনের ঘোষণা
- রাজশাহী প্রতিনিধি
- প্রকাশ: ২১ আগস্ট ২০২১, ০১:৩৯ PM , আপডেট: ২১ আগস্ট ২০২১, ০১:৩৯ PM
আগামী ১ সেপ্টেম্বরের মধ্যে সারাদেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে না দিলে আমরণ অনশনে বসবে রাজশাহীর শিক্ষার্থীরা। শনিবার (২১ আগস্ট) দুপুরে রাজশাহীর সাহেব বাজার জিরো পয়েন্টে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়।
রাজশাহী কলেজের শিক্ষার্থী জিন্নাত আরা সুমুর সঞ্চালনায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী ইশতিয়াক আহমেদ।
লিখিত বক্তব্যে বলা হয়, বিশ্বের অনেক দেশে করোনার ভয়াবহ প্রকোপ ছড়ালেও বাংলাদেশের মত এত লম্বা সময় ধরে কোনো দেশেই শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখেনি। শুধুমাত্র বাংলাদেশই এমন আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছে। আমরা অবিলম্বে সারাদেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবি জানাচ্ছি। এসময় শিক্ষার্থীদের পক্ষ থেকে তিনি শিক্ষাপ্রতিষ্ঠান খোলার আল্টিমেটাম ঘোষণা করেন।
তিনি বলেন, ১ সেপ্টেম্বরের মধ্যে সারাদেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে না দিলে ১ সেপ্টেম্বর থেকে সাহেব বাজার জিরো পয়েন্টে আমরণ অনশনে বসবে। অনশনরত কোনো শিক্ষার্থীর কোনো প্রকার স্বাস্থ্যহানী ঘটলে এর জন্যে দায়ী থাকবে সরকার। সংবাদ সম্মেলনে রাজশাহীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।