উপহারসামগ্রীর নিয়ে অসহায়দের পাশে ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অফ হরিণাকুণ্ডের শিক্ষার্থীরা

১৮ আগস্ট ২০২১, ১১:৫৯ AM
করোনায় অসহায় এক পরিবারের পাশে হরিণাকুণ্ডের শিক্ষার্থীরা

করোনায় অসহায় এক পরিবারের পাশে হরিণাকুণ্ডের শিক্ষার্থীরা © টিডিসি ফটো

করোনায় অসহায় এক পরিবারের পাশে দাড়িয়েছে ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অফ হরিণাকুণ্ডের শিক্ষার্থীরা। ঝিনাইদাহের হরিণাকুণ্ড উপজেলার দৌলতপুর ইউনিয়নের ফতেপুর গ্রামের একটি অসহায় পরিবারকে নিত্য প্রয়োজনীয় উপহারসামগ্রী দিয়েছে সংগঠনটি।

উপহারসামগ্রীর মধ্যে ছিল পোশাক, খাবার এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র। গতকাল মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যায় এসব উপহার হস্তান্তর করা হয়। এ সময় রাজশাহী মেডিকেল কলেজের চিকিৎসা অনুষদের বিপিটি ডা. আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।

অ্যাসোসিয়েশনের সদস্য পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. রাফাত বিন ইসলাম শোভন দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, গণমাধ্যমে পাওয়া সংবাদের ভিত্তিতে আমরা এ পরিবারের পাশে দাড়িয়েছি।

তিনি বলেন, এ ছাড়া আমরা করোনাকালীন সময়ে প্রায় ১২০০ প্যাকেট উপহারসামগ্রী দিয়েছি। আমাদের এ সহায়তা কার্যক্রম চলমান রয়েছে, এটা চলমান থাকবে।

অ্যাসোসিয়েশনের কার্যক্রম সম্পর্কে রাফাত আরও বলেন, স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সহায়তায় আমরা আমাদের কার্যক্রম এগিয়ে নিচ্ছি। হরিণাকুণ্ডু উপজেলা পরিষদের উপজেলা চেয়ারম্যান এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইনসহ নাম প্রকাশে অনিচ্ছুক অনেক ব্যক্তিবর্গ আমাদের সহায়তা দিচ্ছেন।

রেকর্ড গড়ে অস্ট্রেলিয়াকে হারাল পাকিস্তান
  • ৩১ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের পক্ষে প্রচারণায় কোকোর স্ত্রী
  • ৩১ জানুয়ারি ২০২৬
প্রিসাইডিং কর্মকর্তাদের নিয়ে বিএনপির গোপন বৈঠক
  • ৩১ জানুয়ারি ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগের যোগ্যতায় কড়াকড়ি, নির্দিষ্ট অভিজ্ঞ…
  • ৩১ জানুয়ারি ২০২৬
নির্বাচনে যে ভূমিকায় থাকছে আইনশৃঙ্খলা বাহিনী
  • ৩১ জানুয়ারি ২০২৬
পদ্মায় গোসলে নেমে নিখোঁজ মেরিনের শিক্ষার্থী
  • ৩১ জানুয়ারি ২০২৬