শিশু শ্রম দূর করতে হবে: শিক্ষা উপমন্ত্রী

শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল
শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল  © ফাইল ছবি

শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, গৃহকর্মে নিয়োজিত শিশুশ্রম বাড়ছে, এটি অনেকটা ক্রীতদাস প্রথার মতো। এ অবস্থা দূর করতে হবে। দরিদ্রতার সুযোগে শ্রম ও শিক্ষার বিনিময়ে শিশুদের অপব্যবহার বন্ধ করতে হবে।

আজ শনিবার (১২ জুন) বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে চট্টগ্রামে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঘাসফুল চেয়ারম্যান ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ড. মনজুর-উল-আমিন চৌধুরী।

শিক্ষা উপমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রোপিত কল্যাণকামী রাষ্ট্রে শেখ হাসিনার নেতৃত্বে আমরা কাজ করছি যেখানে কোন পিছিয়ে পড়া গোষ্ঠী থাকবে না।

তিনি বলেন, শিশুশ্রম জিইয়ে রেখে কোনভাবে কল্যাণকামী রাষ্ট্র হতে পারে না। এনজিও’রা তৃণমূল পর্যায়ে কমিউনিটি পার্টিসিপেশন স্যোসাল নেটওয়ার্ক গঠনে কাজ করেছে। ফলে নারীর ক্ষমতায়ন হয়েছে, মাতৃমৃত্যু হার কমেছে, বাল্যবিবাহ কমেছে।

বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উদযাপন পরিষদ, চট্টগ্রামের সদস্য সচিব নার্গিস সুলতানা শিশুশ্রম নিরসনে ১২টি সুপারিশমালা পাঠ করে শোনান। অনুষ্ঠানে শিশু প্রতিনিধি মেঘলা সুত্রধর এবং টেম্পু হিউম্যান হলার পরিবহণ সমিতির সভাপতি দিলীপ সরকারও বক্তব্য রাখেন।


সর্বশেষ সংবাদ