ভূমিকম্পে সিলেটে স্কুলভবনে ফাটল
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৮ জুন ২০২১, ১১:২৫ AM , আপডেট: ০৮ জুন ২০২১, ১১:২৫ AM
সোমবার সিলেটে ভূমিকম্পের পর নগরীর একটি স্কুল ভবনের বড় ফাটল দেখা দিয়েছে। সোমবার (৭ জুন) সন্ধ্যায় দুই দফা ভূমিকম্প অনুভূত হওয়ার পর নগরীর বন্দরবাজার এলাকায় অবস্থিত রাজা গিরিশচন্দ্র (জিসি) স্কুলের এ ফাটল দেখা যায়। এতে এলাকায় জনমনে আতঙ্ক বিরাজ করছে।
সোমবার সন্ধ্যা ৬টা ২৭ ও ৬টা ২৯ মিনিটে সিলেটে দুই দফা ভূমিকম্প অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রিখটার স্কেলে ৩ দশমিক ৮ মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তিস্থল সিলেটের দক্ষিণ সুরমায়।
রাজা জিসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মুমিন জানান, ভূমিকম্পের পর স্কুলের আয়ার কাছ থেকে ফাটলের খবর পেয়ে বিদ্যালয়ে এসে ‘বদরউদ্দিন কামরান ভবন’- ভবনে ফাটল দেখতে পাই। ওই ভবনের বিভিন্ন কক্ষের দেয়ালে ফাটল দেখা দিয়েছে। কিছু কিছু জায়গায় পলেস্তারা খসে পড়েছে। ভবন কিছুটা হেলেও পড়েছে।
আরো পড়ুন সিলেটে দেড় মিনিটে দুই দফা ভূমিকম্প অনুভূত
ভবনটি সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র প্রয়াত বদরউদ্দিন আহমদ কামরানের নামে নির্মিত। ২০০৬ সালে এই ভবন নির্মিত হয়। ২০১৭ সালের দিকে ভবনের দ্বিতীয় তলার কাজ সম্পন্ন হয়।
সিলেটের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ রাজা জিসি উচ্চ বিদ্যালয়। শতবর্ষি এই বিদ্যালয়ে ১৮৮৬ সালে নির্মাণ করেন প্রখ্যাত দানশীল ও শিক্ষানুরাগী রাজা গিরিশ চন্দ্র।
খবর পেয়ে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী রাতেই বিদ্যালয় পরিদর্শন করে বলেন, বেশ কিছু স্থানে ফাটল দেখা দেয়ায় এই ভবনটি খুবই ঝুঁকিপুর্ণ মনে হচ্ছে। এসব থেকে শিক্ষা নিতে হবে। এখানে আবেগের কোন স্থান নেই। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে দ্রুত ব্যবস্থা নিতে হবে।
এর আগে গত ২৯ মে সকাল ১০টা থেকে বেলা ২টার মধ্যে সিলেটে অন্তত পাঁচটি ভূকম্পন অনুভূত হয়। পরদিন ভোরে আবার ভূমিকম্প হয়। যার সবগুলোর কেন্দ্রস্থল সিলেটের জৈন্তাপুর এলাকায়। গত ২৯ মে ভূমিকম্পের পর থেকেই সিলেটজুড়ে ভূমিকম্প আতঙ্ক বিরাজ করছে।
আরো পড়ুন