বাসা ভাড়া নগদ টাকায় দেওয়া যাবে না

বাসা ভাড়া ব্যাংকের মাধ্যমে দেওয়া বাধ্যতামূলক করছে সরকার
বাসা ভাড়া ব্যাংকের মাধ্যমে দেওয়া বাধ্যতামূলক করছে সরকার  © ফাইল ফটো

ব্যাংক বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে মাসিক বাসা ভাড়া প্রদান বাধ্যতামূলক করছে সরকার। আগামী অর্থবছর থেকে এ নিয়ম চালু হতে যাচ্ছে। জাতীয় রাজস্ব বোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে। এ ছাড়া কোনো প্রতিষ্ঠানের কর্মীর বেতন ১৫ হাজার টাকার বেশি হলে তাও ব্যাংকের মাধ্যমে দেওয়া বাধ্যতামূলক করা হচ্ছে।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জাতীয় সংসদে আজকের ২০২১-২২ অর্থবছরের বাজেট বক্তব্যে এ প্রস্তাবটি উত্থাপন করতে পারেন। বর্তমানে ২৫ হাজার টাকা বাসা ভাড়া ব্যাংকের মাধ্যমে প্রদানের নির্দেশনা রয়েছে।

অন্যদিনে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে ১৬ হাজার টাকা পর্যন্ত বেতনধারী কর্মীদের ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বরের (টিআইএন) জন্য রেজিস্ট্রেশন করতে হয়। এ ছাড়া তাদের আয়কর দেওয়ার নিয়ম রয়েছে।

এনবিআরের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ লেনদেনের ক্ষেত্রে ব্যাংকিং ব্যবস্থা বাধ্যতামূলক করার বিষয়ে কাজ করছে সরকার। নতুন এই প্রস্তাব পাস হলে অন্য কোনো উপায়ে অর্থ লেনদেনের সুযোগ বন্ধ হয়ে যাবে। এটি অমান্য করলে জরিমানাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এনবিআর।

জরিমানার পরিমাণ পরিশোধযোগ্য ট্যাক্সের ৫০ শতাংশ বা কমপক্ষে পাঁচ হাজার টাকা হতে পারে। এ ধরনের উদ্যোগ অর্থনীতির জন্য ভালো ফল বয়ে নিয়ে আসবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা।

এ উদ্যোগকে স্বাগত জানিয়ে পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর বলেন, ‘অনেক বাড়ির মালিক ঠিকভাবে ট্যাক্স পরিশোধ করে না। অনেক প্রতিষ্ঠান কর্মীদের বেতনের সঠিক তথ্য প্রকাশ করে না। এই উদ্যোগ সুশাসন নিশ্চিতে সহায়তা করবে।’ যদিও এর বাস্তবায়ন নিয়ে সন্দেহ প্রকাশ করেন তিনি। 

তিনি বলেন, ‘এনবিআর এর আগেও এ ধরনের উদ্যোগ নিয়েছে। জরিপও করা হয়েছে। কিন্তু ফলাফল কার্যত শূন্য। এই উদ্যোগ অনুমোদন পেলে এটি বাস্তবায়নে উদ্যোগী হতে হবে এনবিআরকে।’


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence