ডিআরইউতে প্রবেশ করতে পারবেন না শিক্ষা উপমন্ত্রী, অবাঞ্ছিত ঘোষণা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২০ মে ২০২১, ০৭:২৪ PM , আপডেট: ২০ মে ২০২১, ০৮:০৩ PM
শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলকে অবাঞ্ছিত ঘোষণা করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। এ ঘোষণায় বর্তমান কার্যনির্বাহী কমিটি দায়িত্বে থাকা অবস্থায় তিনি ডিআরইউতে প্রবেশ করতে পারবেন না। সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তার আংশিক ভিডিও প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অবমাননাকর বক্তব্য দেয়ায় তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।
আজ বৃহস্পতিবার (২০ মে) বিকেলে সাংবাদিক রোজিনা ইসলামকে নির্যাতন ও গ্রেপ্তারের ঘটনায় আয়োজিত প্রতিবাদ সমাবেশ থেকে এ ঘোষণা দেয়া হয়।
ডিআরইউ প্রাঙ্গণে আয়োজিত প্রতিবাদ সমাবেশে সংগঠনটির সাধারণ সম্পাদক মসিউর রহমান খান শিক্ষা উপমন্ত্রীকে অবাঞ্ছিত ঘোষণা করে বলেন, স্বাস্থ্যমন্ত্রীকে গণমাধ্যমের শত্রু হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা দেয়ার বিষয়ে প্রয়াস অব্যাহত থাকবে। যদিও স্বাস্থ্যমন্ত্রী নিজেই নিজেকে গণমাধ্যমের শত্রু হিসেবে চিহ্নিত করেছেন।
পড়ুন: সাংবাদিক সমাজকে সরকারের মুখোমুখি করার অপচেষ্টা চলছে
এর আগে গতকাল বুধবার বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে সাংবাদিক রোজিনা ইসলামকে সচিবালয়ে আটকে রাখার ৪০ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেন শিক্ষা উপমন্ত্রী নওফেল। ওই ভিডিওর শিরোনামে লেখা ছিল, ‘ফাইল চুরির দায় স্বীকার প্রথম আলোর সাংবাদিক রোজিনার’। ভিডিওতে সাংবাদিক রোজিনাকে নিজের ভুল স্বীকার করতে শোনা গেছে।
এদিকে সাংবাদিক নেতারা বলছেন, শুধু রোজিনার মুক্তি নয়, মামলা প্রত্যাহারের পাশাপাশি তাঁকে নির্যাতনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করতে হবে। অনেকে আন্দোলন বেগবান করতে সাংবাদিকদের সব সংগঠন নিয়ে একটি মোর্চা গঠন করে সমন্বিত কর্মসূচির পরামর্শ দিয়েছেন।