সাংবাদিক রোজিনা ইস্যু

সরকারের প্রতি আস্থা রাখুন: তথ্যমন্ত্রী

ড. হাছান মাহমুদ
ড. হাছান মাহমুদ   © ফাইল ফটো

প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামের বিষয়ে সরকারের প্রতি আস্থা রাখার আহবান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

বুধবার (১৯ মে) চট্রগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিকদের করোনাকালীন অনুদানের দ্বিতীয় দফার চেক বিতরণ অনুষ্ঠানে এ আহবান জানান তিনি।

মন্ত্রী বলেন, স্বাস্থ্যমন্ত্রী বলেছেন যে রোজিনা সরকারি গোপন নথি নিয়ে যাচ্ছিলেন। সেজন্য তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। এক্ষেত্রে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব হচ্ছে নথিগুলো সংরক্ষণ করা।

তিনি আরও বলেন, রোজিনা ইসলামকে ৫ ঘণ্টা আটকে রাখার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আশা করছি তাদের তদন্তে বিষয়টি বেরিয়ে আসবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারে উপর আস্থা রাখুন। রোজিনার বিরুদ্ধে মামলা হয়েছে। তিনি যেন ন্যায় বিচার পান, সে বিষয়টি আমরা দেখছি।


সর্বশেষ সংবাদ