ভারতে গণতন্ত্রের বিজয় হোক: তথ্যমন্ত্রী
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০২ মে ২০২১, ০৫:৩৬ PM , আপডেট: ০২ মে ২০২১, ০৫:৪৪ PM
ভারতের নির্বাচনে গণতন্ত্রের বিজয়ের প্রত্যাশা করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। আজ রোববার (০২ মে) দুপুরে রাজধানীর মিন্টু রোডের বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা জানান।
তথ্যমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গ বা ভারতের যে কোনও নির্বাচনকে তাদের সম্পূর্ণ অভ্যন্তরীণ বিষয়। আমাদের প্রত্যাশা থাকবে যেন ভারতের নির্বাচনে গণতন্ত্রের বিজয় হয়।
তিনি বলেন, যারাই ভারতে সরকার গঠন করুক, বাংলাদেশের সঙ্গে ভারতের যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং পাশের পশ্চিমবঙ্গের সঙ্গে যে নৈকট্য, তা যেন আরও গভীরে প্রোথিত হয়। দু’দেশের অমীমাংসিত বিষয়গুলোর দ্রুত সমাধান হোক, এটাই আমাদের প্রত্যাশা। আমরা চাই, ভারতে সবসময় গণতন্ত্রের বিজয় হোক।
এর আগে, এদিন সকাল থেকে ভোটগণনায় পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস এখন পর্যন্ত ২১২টি কেন্দ্রে এগিয়ে, বিজেপি ৭৮টি কেন্দ্রে এবং বাম জোট মাত্র একটি কেন্দ্রে এগিয়ে রয়েছেন।তবে ভোটগণনা নিয়ে সব চেয়ে নটকীয় ঘটনা ঘটেছে নন্দীগ্রামে। মমতা বন্দ্যোপাধ্যায় এখনে এক হাজার ২০০ ভোটে জিতেছেন।