করোনা সনদ জালিয়াতি করে ধরা শাজাহান খানের মেয়ে!
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৬ জুলাই ২০২০, ০৬:১৬ PM , আপডেট: ২৬ জুলাই ২০২০, ০৬:২১ PM
করোনাভাইরাসের ভুয়া সার্টিফিকেট নিয়ে বিদেশ যাওয়ার সময় ধরা পড়ায় এক যাত্রীকে ফেরত পাঠিয়েছে বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ। ফেরত পাঠানো ওই যাত্রীর নাম ঐশী খান। তিনি সাবেক নৌ-পরিবহন মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খানের মেয়ে বলে বিমানবন্দরের একাধিক সূত্র নিশ্চিত করেছেন।
ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা গেছে, রোববার (২৬ জুলাই) জালিয়াতি করে করোনার ভুয়া নেগেটিভ সার্টিফিকেট নিয়ে লন্ডনের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন ঐশী। তার কাছে করোনা পরীক্ষার নেগেটিভ রিপোর্ট ছিল। তবে দেশ ছাড়ার আগে ইমিগ্রেশনে অনলাইন চেক করলে ঐশীর করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া যায়।
এ বিষয়ে বিমানবন্দরের অ্যাসিস্ট্যান্ট এয়ারপোর্ট হেলথ অফিসার ড. জহির ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘আমাদের কাছে একজন করোনা পজিটিভ যাত্রী আসেন। তাকে লন্ডনগামী ফ্লাইটে যেতে দেয়া হয়নি। বিমানবন্দর থেকে ফিরিয়ে দেয়া হয়েছে।’