মুজিববর্ষে সব মাধ্যমিক স্কুলে চার শিখন কার্যক্রম

০৯ মার্চ ২০২০, ১২:০২ PM

© সংগৃহীত

জাতীয় শিক্ষাক্রমের নির্দেশনা অনুযায়ী মাধ্যমিক পর্যায়ের সব স্কুলে শিখন-শেখানো কার্যক্রম বাস্তবায়ন করা হবে। এরই অংশ হিসেবে চারটি প্রকল্পভিত্তিক শিখন কার্যক্রম বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

যা ধারাবাহিক মূল্যায়নের অংশ হিসেবে সম্পন্ন করতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে চারটি সচেতনতামূলক প্রকল্পভিত্তিক শিখন কার্যক্রম বাস্তবায়নে সকল বিদ্যালয়কে নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। সব স্কুলকে এ চারটি প্রজেক্টভিত্তিক শিখন কার্যক্রম বাস্তবায়নের নির্দেশ দেয়া হয়েছে।

জানা যায়, জাতীয় শিক্ষাক্রমের নির্দেশনা অনুযায়ী মাধ্যমিক পর্যায়ের সকল স্কুলে শিখন-শেখানো কার্যক্রমের অংশ হিসেবে চারটি প্রজেক্ট ভিত্তিক শিখন কার্যক্রম বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। যা ধারাবাহিক মূল্যায়নের অংশ হিসেবে সম্পন্ন করতে হবে। কার্যক্রমগুলো হল, আইসিটির সঠিক ব্যবহার- মুজিববর্ষের অঙ্গীকার, সুস্থতা ও সুষম খাদ্য- মুজিব বর্ষের প্রতিপাদ্য, মুজিববর্ষে অনড় পণ – পরিবেশ সংরক্ষণ এবং সকল কাজকে সম্মান দেই – মুজিববর্ষে শপথ নেই। এ সচেতনতামূলক শিখন কার্যক্রমগুলো বাস্তবায়ন করতে সব স্কুলগুলোকে বলা হয়েছে।

আরও জানায়, এ কার্যক্রমগুলো বাস্তবায়নের জন্য চারটি প্রোজেক্ট নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। শনিবার (৬ মার্চ) নির্দেশিকাগুলো প্রকাশ করা হয়। আর কার্যক্রমগুলোর নির্দেশনা অনুযায়ী তা বাস্তবায়ন করতে সব শিক্ষা প্রতিষ্ঠানকে জানাতে বলা হয়েছে আঞ্চলিক উপ-পরিচালক, জেলা শিক্ষা কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের। একই সাথে চারটি সচেতনতামূলক কার্যক্রম বাস্তবায়নের বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সাথে তত্ত্বাবধায়ন ও তদারকি করতে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সহযোগিতা করতে বলা হয়েছে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের। ৫ মার্চ এ বিষয়টি জানিয়ে আঞ্চলিক উপ-পরিচালক, জেলা শিক্ষা কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের চিঠি পাঠানা হয়েছে।

 

 

ঢাবিতে তরুণদের কানে ধরিয়ে উঠবস করানোর কারণ জানালেন সর্ব মিত…
  • ২৬ জানুয়ারি ২০২৬
‘সাদ্দামের লগে কী করছস’ বলে বাগেরহাটের ডিসি-এসপিকে হুমকি
  • ২৬ জানুয়ারি ২০২৬
গণভোটে ‘হ্যাঁ’ জিতলে সংবিধানে যা যা বদলে যাবে, নতুন যুক্ত হ…
  • ২৬ জানুয়ারি ২০২৬
আজ কুষ্টিয়ায় যাচ্ছেন জামায়াত আমির
  • ২৬ জানুয়ারি ২০২৬
দেড় শতাধিক শিক্ষার্থীদের সাংবাদিকতায় প্রশিক্ষণ দিল কনকসাস
  • ২৬ জানুয়ারি ২০২৬
আ.লীগ নেতাকে ধরতে যাওয়া পুলিশের ওপর হামলা, ৩ এসআই আহত
  • ২৬ জানুয়ারি ২০২৬