মুজিব বর্ষের অনুষ্ঠান: আমরা কাউকে ঝুঁকির মধ্যে ফেলতে চাই না

পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন বলেছেন, মুজিববর্ষের উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে আলোচনা হচ্ছে। অনুষ্ঠান করলে এখানে হাজার হাজার লোক আসবে। তাদের কারও করোনা থাকতে পারে। আমরা কাউকে ঝুঁকির মধ্যে ফেলতে চাই না। পুরো বিষয়টি রিভিউ হচ্ছে। স্থগিতের প্রস্তাবও আছে। সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের বৈঠক রয়েছে। আপনারা ঘোষণা পেয়ে যাবেন।

রবিবার জাতীয় একটি দৈনিকের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। 

তথ্যমতে, করোনা ভাইরাস নিয়ে সারা দুনিয়াতেই উদ্বেগ-উৎকণ্ঠা তৈরি হয়েছে। বিভিন্ন দেশের সরকার প্রধানরা তাদের নানা কর্মসূচি বাতিল করছেন। বাংলাদেশেও তিন জন করোনা রোগী শনাক্ত হয়েছে। পরিস্থিতি নিয়ে রোববার দিনভর সরকারের বিভিন্ন পর্যায়ে আলোচনা হয়। মুজিবশতবর্ষ উদযাপন জাতীয় কমিটিও উদ্ভুত পরিস্থিতি নিয়ে বৈঠকে বসেছে।

আগামী ১৭ই মার্চ শুরু হচ্ছে মুজিববর্ষ। মুজিববর্ষের উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন দেশের সরকার প্রধান ও বিশিষ্ট ব্যক্তিদের যোগ দেয়ার কথা রয়েছে।

প্রসঙ্গত, বাংলাদেশে আজ করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্ত তিনজনের মধ্যে একজন নারী ও দু’জন পুরুষ। খবরটি প্রকাশের পরপরই সামাজিক মাধ্যমজুড়ে অনেকেই আতঙ্ক প্রকাশ করছেন। যদিও এ নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence