প্রসিকিউটর পদ থেকে তুরিন আফরোজকে অপসারণ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১১ নভেম্বর ২০১৯, ০১:৫৩ PM , আপডেট: ১১ নভেম্বর ২০১৯, ০৩:৩৮ PM
শৃঙ্খলা ও পেশাগত আচরণ ভঙ্গ এবং অসদাচরণের কারণে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটরের পদ থেকে ড. তুরিন আফরোজকে অপসারণ করেছে আইন মন্ত্রণালয়। সোমবার এ সংক্রান্ত একটি আদেশ জারির পাশাপাশি তাঁর নিয়োগের প্রজ্ঞাপনও বাতিল করেছে আইন মন্ত্রণালয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগের উপ সলিসিটর এস এম নাহিদা নাজমীন এতে স্বাক্ষর করেন। আইন মন্ত্রণালয়ের সচিব মো. গোলাম সারওয়ার অপসারণের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, ২০১৩ সালের ২০ ফ্রেব্রুয়ারি থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটরের দায়িত্ব পালন করা আসছিলেন তুরিন আফরোজ।