লন্ডনে চার কোম্পানীর খবর প্রকাশে ক্ষুব্ধ নাজমুল

  © ফাইল ফটো

যুক্তরাজ্যে চার কোম্পানী থাকার খবর প্রচার করায় এক সাংবাদিকের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন লন্ডনে বসবাসরত সাবেক ছাত্রলীগ সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম। নিজের ফেসবুক একাউন্টে এক পোস্টে ক্ষোভ প্রকাশ করার পাশাপাশিসাংবাদিককে ‘মাফ’ও করে দিয়েছেন তিনি

শনিবার রাতে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন নাজমুল। তার পোস্টটি হুবহু তুলে ধরা হলো, 

‘তামাশা ????????
লন্ডনে একটা কোম্পানি খুলতে খরচ হয় ১২ পাউন্ড। চারটি কোম্পানি খুলতে খরচ হয়েছে ৪৮ পাউন্ড। বাংলা টাকায় প্রায় চার হাজার ৯০০ টাকা, যা সিটি কর্পোরেশনের ট্রেড লাইসেন্স খুলার চাইতেও কম । আর অপরিশোধিত মূলধন হিসেবে চাইলে আপনি যা ইচ্ছা দেখাতে পারবেন, তারপরও আমার কোন কোম্পানির অপরিশোধিত মূলধনের পরিমান ৫/৭ হাজার পাউন্ডের বেশী নয় অথচ কি কাল্পনিক নিউজ? আর কোম্পানী যুক্তরাজ্যে চাইলে যে কেউ খুলতে পারে, জাস্ট ২০ মিনিট সময় লাগে অনলাইনে ।

আমার কোম্পানিগুলোর নাম তো সবাই পেলেন এখন Companyhouse.gov.uk এখানে গিয়ে দেখলেই বুঝবেন সংবাদের সত্যতা কতটুকু । আরেকটা কথা, যুক্তরাজ্যে চাইলেই কেউ কোটি কোটি পাউন্ড ইনভেস্ট করতে পারে না ।

আর যে কোম্পানির কথা বলছেন ১০ কোটি টাকার সেটা এখন ঐ সাংবাদিকের কাছে বিক্রি করতে চাই বিনামূল্যে। যদি কোন মায়ের বুকের দুধ খেয়ে থাকেন, চ্যালেন্জ গ্রহন করুন। আমি বললাম তো, ঐ কোম্পানীতে এক টাকাও বিনয়োগ করা হয়নি, শুধু নাম দিয়ে কোম্পানী খুলে রেখেছি ।

মামলা করলে এদেশে কি পরিনতি হয়, তা তো জানেন পন্ডিত সাহেব ? দিলামনা আপনার পেটে লাথ্থি, কারণ হয়তোবা এস্যাইলাম মেরে থাকতেছেন এই দেশে, হাজার মাইল দুরে রেখে আসা পরিবারের মুখে হাসি ফোটাতে।

আমি চাইলেই পণ্ডিত মহাশয়কে আইনের মাধ্যমে শায়েস্তা করতে পারি, আবারও মাফ করে দিলাম। কারন অভ্যাস হয়ে গেছে । লায়ার! লল !!!!!!!!!!!! চেক প্লিজ দিস লিংক এবাউট মাই কোম্পানী।’

শনিবার একটি সংবাদমাধ্যমে ‘লন্ডনে সাবেক ছাত্রলীগ নেতা নাজমুলের চার কোম্পানি!’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। এতে দাবি করা হয়, সিদ্দিকী নাজমুল আলম যুক্তরাজ্যের লন্ডনে কয়েকটি কোম্পানি খুলে কোটি কোটি টাকা বিনিয়োগ করেছেন।


সর্বশেষ সংবাদ