ভিডিও কনফারেন্স
মশা নিধনে বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করতে হবে: কলকাতার মেয়র
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৫ আগস্ট ২০১৯, ০৭:২৫ PM , আপডেট: ০৫ আগস্ট ২০১৯, ০৭:৪২ PM
এডিস মশা নিধনে সারা বছরই বৈজ্ঞানিক পদ্ধতিতে অভিযান চালাতে হবে বলে পরামর্শ দিয়েছেন কলকাতার ডেপুটি মেয়র অতীন ঘোষ।
সোমবার দুপুরে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশা নিধনে কার্যকর পদক্ষেপ নিয়ে ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলামের সঙ্গে ভিডিও কনফারেন্সে তিনি এ পরামর্শ দেন। সেই সঙ্গে রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন বলেও মন্তব্য করেন কলকাতার ডেপুটি মেয়র।
এসময় এডিস মশা নিধনের পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন কলকাতার বেশ কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসকও।
ভিডিও কনফারেন্সে মেয়র আতিকুল ইসলামের জিজ্ঞাসার জবাবে কলকাতার ডেপুটি মেয়র জানান, তাদের শহরে সারা বছরই এডিস মশা নির্মূলে কাজ করা হয়। এ কাজ তদারকি করা হয় ওয়ার্ড ভিত্তিক থেকে শুরু করে উচ্চ পর্যায় পর্যন্ত।
কেবল কীটনাশকের অকার্যকারিতার জন্য এডিস বিস্তার হচ্ছে এ ধারণা ভুল উল্লেখ করে তিনি বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে দরকার সচেতনতা।