ছেলেধরা ও মাথাকাটা গুজব বড় ষড়যন্ত্রের অংশ

২২ জুলাই ২০১৯, ০৪:১৯ PM

© ফাইল ফটো

ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছেলেধরা ও মাথাকাটা গুজব ছড়ানোর বিষয়ে একটি কুচক্রী মহলের হাত আছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের যুগ্ম কমিশনার মো. মাহবুব আলম। তিনি বলেছেন, এগুলো বড় ষড়যন্ত্রের অংশ।

সোমবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ডিবির এ যুগ্ম কমিশনার বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেলেধরা গুজবকে ভিত্তি করে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে কিছু অপকর্ম হচ্ছে। এর পেছনে একটি চক্র কাজ করতে পারে। তার বড় একটি ষড়যন্ত্রের অংশ এই ছেলেধরা গুজব। তারা গুজব রটিয়ে বিশেষ ফায়দা নেওয়ার চেষ্টা করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতিকে খারাপ করার জন্য তাদের এ অপচেষ্টা।

তিনি বলেন, সারা দেশে গুজব রটনা ও অপপ্রচারকারীদের বিরুদ্ধে পুলিশ কাজ করছে। দেশের বিভিন্ন জায়গা থেকে তাদের গ্রেপ্তার করা হচ্ছে।

উত্তর বাড্ডায় ছেলেধরা গুজবে এক নারীকে পিটিয়ে হত্যার বিষয়ে তিনি বলেন, উত্তর বাড্ডায় ছেলেধরা গুজবে নারীকে হত্যার ঘটনায় এখন পর্যন্ত বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার ভিডিও ফুটেজ আমরা পেয়েছি। ভিডিও ফুটেজটি বিশ্লেষণ করা হচ্ছে বলেও জানান তিনি।

এছাড়া সারাদেশে এখন পর্যন্ত ছেলেধরা সন্দেহে ৪ জনকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

দুই নারী প্রার্থীর হাতে প্রতীক তুলে দিলেন জামায়াত আমির
  • ৩১ জানুয়ারি ২০২৬
‘যারা বছরের পর বছর আত্মগোপনে ছিলেন তারা এখন অন্যদের গুপ্ত ব…
  • ৩১ জানুয়ারি ২০২৬
নেতা হ্যাঁ ভোট চেয়েছে, কর্মীরা না ভোট চাইলে তাদের বলবেন গুপ…
  • ৩১ জানুয়ারি ২০২৬
রেকর্ড গড়ে অস্ট্রেলিয়াকে হারাল পাকিস্তান
  • ৩১ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের পক্ষে প্রচারণায় কোকোর স্ত্রী
  • ৩১ জানুয়ারি ২০২৬
প্রিসাইডিং কর্মকর্তাদের নিয়ে বিএনপির গোপন বৈঠক
  • ৩১ জানুয়ারি ২০২৬