মসজিদে হাসাহাসিকে কেন্দ্র করে মারামারি, বাড়িঘরে হামলায় আহত ৮

দ্বন্দ্বের জেরে বাড়িঘরে হামলা
দ্বন্দ্বের জেরে বাড়িঘরে হামলা  © সংগৃহীত

লালমনিরহাটে জুমার নামাজের সময় হাসাহাসিকে কেন্দ্র করে দুই পক্ষের মাঝে দফায় দফায় মারামারির ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ৮ জন আহত হয়েছেন। এর মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (৭ মার্চ) রাত সাড়ে ১০টায় শহরের ডায়াবেটিক হাসপাতাল এলাকায় সংঘর্ষ হয়। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে।

আটকরা হলেন ওই এলাকার শফিকুল ইসলামের ছেলে জিয়ারুল ইসলাম (২৩), সৈকত (১৮), শাহিনুর ইসলাম (২৬) ও সজিব (২৫)।

পুলিশ ও স্থানীয়রা জানান, জুমার নামাজের সময় হাসাহাসিকে কেন্দ্র করে দুপুরে শহরের ডায়াবেটিক হাসপাতাল এলাকার শফিকুল ইসলামের ছেলে সজিবসহ কয়েকজনের সঙ্গে একই এলাকার অটোরিকশাচালক আব্দুস সালামের ছেলে সিজানের কথা-কাটাকাটি হয়। এ সময় সিজানকে মারধর করে সজিবসহ অন্যরা।

এ ঘটনার প্রতিবাদ করতে গেলে মারধরের শিকার হন আব্দুস সালাম। এ সময় একটি মোবাইল ছিনিয়ে নেন শফিকুলরা। আহত সিজানকে তার বন্ধুরা দেখতে এলে রাত ১০টায় শফিকুল ও তার সহযোগীরা ফের হামলা করে। এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা শফিকুলের বাড়ি-ঘর ভাঙচুর করে। খবর পেয়ে লালমনিরহাট সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

দুই দফায় সিজান (২০), রোহান (২২), দুলালী, জাহানারা, আব্দুল হামিদসহ অন্তত আটজন আহত হন। এরমধ্যে সিজান ও রোহান রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এ বিষয়ে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরনবী গতকাল বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে পুলিশ, ডিবি ও সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন। সংঘর্ষের ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।

লালমনিরহাট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) এ কে এম ফজলুল হক বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। সংঘর্ষে দুজন গুরুতর আহত হয়েছেন বলে শুনেছি।


সর্বশেষ সংবাদ