ঢাকাস্থ কবিরহাট উপজেলা জাতীয়তাবাদী ফোরামের ইফতার মাহফিল ও আলোচনা সভা

০৭ মার্চ ২০২৫, ১০:৪৩ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৩৬ PM

© টিডিসি ফটো

ঢাকায় বসবাস করা জাতীয়তাবাদে বিশ্বাসী নোয়াখালীর কবিরহাট উপজেলার সর্বস্তরের ব্যক্তিদের নিয়ে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (৭ মার্চ) বিকেলে ঢাকা রিপোর্টাস ইউনিটিতে এ ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আহ্বায়ক ইব্রাহিম খলিল সাহেদের সভাপতিত্বে এবং সদস্য সচিব দিদারুল আলম মিলনের সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন নোয়াখালী-৫ (কবিরহাট ও কোম্পানিগঞ্জ) আসনের মনোনয়নপ্রত্যাশী বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক বজলুল করিম চৌধুরী আবেদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন কবিরহাট উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা চৌধুরী লিটন, কবিরহাট পৌরসভা বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান মঞ্জু সহ আরও অনেকে। 

প্রধান অতিথির বক্তব্যে আবেদ চৌধুরী ফোরামের সফলতা কামনা করেন এবং আগামীতে রাষ্ট্র কাঠামো ও তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের জন্য নোয়াখালী কবিরহাট উপজেলা জাতীয়তাবাদী ফোরামের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য আহ্বান জানান। এসময় ঢাকায় বসবাসরত কবিরহাট উপজেলাবাসীর সুখে দুঃখে পাশে থাকার জন্য ফোরামের সকল সদস্যদের পরামর্শ প্রদান করেন। এছাড়াও তিনি সামাজিক ও মানবিক কাজ এবং রক্তদানসহ বিভিন্ন স্বেচ্ছাসেবীমূলক কর্মকাণ্ড পরিচালনা করার প্রতি তাগিত দেন। 

বিশেষ অতিথি মোস্তাফিজুর রহমান মঞ্জু সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এবং সার্বিক পরামর্শমূলক বক্তব্য রাখেন। ফোরামের সদস্য মোঃ জাহাঙ্গীর আলম পবিত্র মাহে রমজানের ফজিলত ও গুরুত্ব নিয়ে আলোচনা করেন। 

অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন আরাফাত রহমান হাসান। পরে ফোরামের নব-নিবার্চিত সভাপতি ইব্রাহিম খলিল সাহেদের সভাপতিত্বে মাধ্যমে ইফতার মাহফিল ও আলোচনা সভা সমাপ্তি হয়।

আইপিএল সম্প্রচার বন্ধ, চূড়ান্ত সিদ্ধান্ত জানাল মন্ত্রণালয়
  • ০৫ জানুয়ারি ২০২৬
ঢাবি শিবিরের সাংগঠনিক সম্পাদক কে এই সাজ্জাদ
  • ০৫ জানুয়ারি ২০২৬
ওএমআর মেশিনে নানা ত্রুটি, হাতে ভোট গণনার দাবি ছাত্রদল প্যান…
  • ০৫ জানুয়ারি ২০২৬
আপত্তি থাকলে বৈধ-অবৈধ দুধরনের মনোনয়নপত্রেই আপিল করা যাবে: ই…
  • ০৫ জানুয়ারি ২০২৬
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা পাবনার ঈশ্বরদীতে ৮.৪ ডিগ্রি
  • ০৫ জানুয়ারি ২০২৬
আক্ষেপ নিয়ে ক্রিকেট থেকে অবসর নিলেন শফিউল ইসলাম
  • ০৫ জানুয়ারি ২০২৬