বিদ্যুৎ বিলের কপিতে শেখ হাসিনার স্লোগান, গ্রাহকদের ক্ষোভ

বিদ্যুৎ বিলের কপিতে ‘শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ’ স্লোগান
বিদ্যুৎ বিলের কপিতে ‘শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ’ স্লোগান  © সংগৃহীত

যশোরের শার্শায় বিদ্যুৎ বিলের কপিতে এখনো রয়েছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্লোগান—‘শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ’। এ নিয়ে স্থানীয় পল্লী বিদ্যুতের গ্রাহকসহ বিভিন্ন রাজনৈতিক মহলে চলছে ক্ষোভ, আলোচনা ও সমালোচনা।

জানা গেছে, যশেোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর শার্শা উপজেলার বাগআঁচড়া সাব-জোনাল অফিসের আওতায় প্রায় ৪৫ হাজার গ্রাহক রয়েছেন। ছাত্র-জনতার গণআন্দোলনের দেশ নতুন করে স্বাধীন হলে সারাদেশে শেখ হাসিনার নাম, ফলকসহ টাঙানো ছবিও সরিয়ে ফেলা হয়। কিন্তু এখনো সরানো হয়নি যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর বাগআঁচড়া সাব-জোনাল অফিসের বিদ্যুৎ বিলে থাকা শেখ হাসিনার স্লোগান। এখনো বিলে শেখ হাসিনার প্রচার বার্তা চালানো হচ্ছে। ২০২৫ সালের জানুয়ারি-ফেব্রুয়ারী মাসের বিলের কাগজে তা এখনো দৃশ্যমান রয়েছে।

বিদ্যুৎ গ্রাহক ও বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন বলেন, ‘স্বৈরাচার  হাসিনা পতনের সাত মাস অতিবাহিত হলেও তার নামসহ স্লোগান বিদ্যুৎ বিলে রয়েছে। যেটা এ জাতির জন্য অত্যন্ত দুঃখজনক। তারা পালিয়ে গেলেও তার দোসররা এখনও হাসিনার নাম প্রচারে ব্যস্ত। এটা কোনো অবস্থায় কাম্য নয়। অচিরেই এটি কর্তৃপক্ষের সংশোধন করা উচিত।’ 

তিনি আরও বলেন, ‘এই অফিসের এজিএম সহ যারা আছে তারা স্বৈরাচার হাসিনার সমর্থক গোষ্ঠী হতে পারেন। অথবা দায়িত্বহীনতার কারণে প্রচারণা চালিয়েছেন। দ্রুত এই অফিসের এজিএম এর বিরুদ্ধে পল্লী বিদ্যুতের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ব্যবস্থা নেওয়া উচিত।’

আব্দুল্লাহ নামে এক গ্রাহক বলেন, ‘দেশের সব স্থান থেকে স্বৈরাচার হাসিনার নাম সরানো হলেও বিদ্যুৎ বিলের কাগজে এখনও তার নাম আছে। একটা সরকারি অফিস কী ভাবে এই ভুল করে। এটার জন্য যারা দায়ী, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।’

আরেক গ্রাহক হাফিজুর রহমান বলেন, ‘দেশে ছেড়ে পালানোর ৬/৭ মাসে সব স্থান থেকে শেখ হাসিনার নাম, ছবি সরানো হয়েছে। কিন্তু এখনও বিলের কাগজে তার স্লোগান। আমরা গ্রাহকরা চাই না, একজন ফ্যাসিবাদী ছাত্র-জনতা হত্যাকারী ব্যক্তির নাম বিদ্যুৎ বিলের কপিতে থাকুক।’

বাগআঁচড়া সাব-জোনাল অফিসের কর্মকর্তা (এজিএম) হুমায়ুন কবির জানান, তাদের কাছে চার কাটুন পুরানো কপি থাকায়, গ্রাহকদের কাছে বিলের কপিগুলো পৌঁছে দিয়েছেন।  বিষয়টি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানিয়ে তিনি বলেন,  এরপর আর এমন ভুল হবেনা।

এ বিষয়ে যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর কর্মকর্তা (জিএম) ইন্জিনিয়ারিং হরিনন্দ্রনাথ বর্মন বলেন, ‘এ স্লোগান সম্বলিত বিলের কপি দেওয়ার কথা না। আমি নতুন কপি পাঠিয়ে দিয়েছি। যদি আগের কপি দিয়ে থাকে তবে ওই সাব জোনাল অফিসের এজিএম এর বিরুদ্ধে অবশ্যই প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।’ 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence