খাগড়াছড়িতে নানা আয়োজনে জাতীয় ভোটার দিবস পালিত

০২ মার্চ ২০২৫, ০২:০৩ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৪:১০ PM
বেলুন উড়িয়ে ভোটার দিবস উদ্বোধন

বেলুন উড়িয়ে ভোটার দিবস উদ্বোধন © টিডিসি ফটো

খাগড়াছড়িতে জাতীয় ভোটার দিবস পালন করা হয়েছে। এবারের ভোটার দিবসের প্রতিপাদ্য ‘তোমার আমার বাংলাদেশে,ভোট দিব মিলেমিশে’ প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি পালন করা হয়েছে। 

রবিবার (২মার্চ) সকালে খাগড়াছড়ি জেলা কার্যালয় প্রাঙ্গণে বেলুন উড়িয়ে দিবসটি উদ্বোধন করা হয়। পরে একটি বর্ণাঢ্য র‍্যালি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর সম্মেলন কক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার বলেন, আমরা ভোটারদের কাছে তাদের অধিকার ফিরিয়ে দিতে চাই।তাই নতুন ভোটার কার্যক্রমের তালিকায় যাতে কোনো নাগরিক বাদ না পড়ে। সে বিষয়ে তিনি সকলকে সতর্ক থাকার জন্য আহ্বান জানাচ্ছি। সারা বছরই ভোটার কার্যক্রম চলমান থাকবে বলেও জানান তিনি।

এতে সভাপতিত্ব করেন, নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ কামরুল আলম। এছাড়া উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল, সদর উপজেলা কর্মকর্তা সুজন চন্দ্র রায়, খাগড়াছড়ি প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ জহুরুল আলমসহ আরও অনেকে।

আরও কমল জ্বালানি তেলের দাম
  • ৩১ জানুয়ারি ২০২৬
ছাত্রদল নেতার ছুরিকাঘাতে নারী ব্যবসায়ীর মৃত্যু
  • ৩১ জানুয়ারি ২০২৬
মামুনুলের শক্তি মোহাম্মদপুরের প্রভাব-প্রতিপত্তি, ববির আছে অ…
  • ৩১ জানুয়ারি ২০২৬
সোনার দাম ফের বাড়ল, এবার কত?
  • ৩১ জানুয়ারি ২০২৬
এনএসইউ ইয়েস ক্লাবের ‘এন্ট্রেপ্রেট সিজন ৩’-এর গ্র্যান্ড ফিনা…
  • ৩১ জানুয়ারি ২০২৬
ব্যাংককে নিজের মনে করলে সেবার মান বহুগুণ বাড়বে: ইসলামী ব্যা…
  • ৩১ জানুয়ারি ২০২৬