শিক্ষা ভবনের সামনে পুলিশের বাধার মুখে শিক্ষার্থীদের পদযাত্রা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৫১ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০২:৪৫ PM
জননিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগসহ বিভিন্ন দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে শিক্ষার্থীদের পদযাত্রা পুলিশের বাধার মুখে পড়েছে।
আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) বেলা আড়াইটায় ‘ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ’-এর ব্যানারে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হওয়া পদযাত্রাটি বিকেল ৩টা ৫ মিনিটে শিক্ষাভবনের সামনে এলে পুলিশের বাধার মুখে পড়ে। পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের পদযাত্রায় বাধা দেয়।
এদিন ব্যারিকেড সরানো নিয়ে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরে শিক্ষার্থীরা শিক্ষা ভবন থেকে সচিবালয় যাওয়ার রাস্তায় অবস্থান নেন। এ সময় তাদের বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।
এ ছাড়া তাদের হাতে থাকা পোস্টার-প্ল্যাকার্ডে ‘ধর্ষণ কী, ধর্ষণ কেন, আইন কী জানে’; ‘পাহাড় থেকে সমতল, সকল ধর্ষণের বিচার চাই’; ‘বিচারহীনতার সংস্কৃতি, ধর্ষণের রাজনীতি’; ‘আমরা জন্ম থেকে শহীদ’; ‘তনু ধর্ষণ ও হত্যার বিচার কই, রাষ্ট্র তুই ধর্ষক’ প্রভৃতি প্রতিবাদী লেখা দেখা যায়।
ইডেন কলেজের শিক্ষার্থী তন্নী বলেন, তিন দিন ধরে সারা দেশে যে ঘটনাগুলো ঘটেছে, তা মেনে নেওয়া যায় না। স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যর্থ। তিনি আশ্বাস দিলেও এখনো নারীরা অনিরাপদ। ধর্ষকরা বারবার পার পেয়ে যাচ্ছে।
তাদের দাবিগুলো হলো- জননিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ, সারা দেশে অব্যাহত ধর্ষণ ও নারী নিপীড়ন বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, অবিলম্বে ধর্ষণ ও নিপীড়নের সব ঘটনার বিচার এবং সংশ্লিষ্ট আইনসমূহের যৌক্তিক সংস্কার করা।
এর আগে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পদযাত্রাটি টিএসসি, দোয়েল চত্বর হয়ে শিক্ষা ভবনের সামনে আসে।