বিপ্লবোত্তর পরিস্থিতিতে শাসন কাজ পরিচালনা কঠিন: আসিফ নজরুল

আসিফ নজরুল
আসিফ নজরুল  © সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, বিপ্লবোত্তর পরিস্থিতিতে শাসন কাজ পরিচালনা করা সহজ নয়। তিনি উল্লেখ করেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আত্মতুষ্টির সুযোগ নেই, কারণ মাঝে মাঝে পরিস্থিতির উন্নতি হলেও কখনো কখনো তা খারাপের দিকেও গেছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রাজশাহীর পিটিআই মিলনায়তনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজনে ‘দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের উপর গুরুত্বসহ আইন প্রয়োগ’ বিষয়ক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার ধ্বংসপ্রাপ্ত পুলিশ, বিচার বিভাগ ও প্রশাসন নিয়ে কাজ করছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এছাড়াও, পতিত ফ্যাসিস্ট শক্তির অনেক সদস্য পালিয়ে গেলেও বেশিরভাগ দেশে রয়ে গেছে এবং তাদের হাতে প্রচুর অর্থ ও অপকৌশল রয়েছে। এসব কারণেই পরিস্থিতির অবনতি হচ্ছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সরকারের প্রচণ্ড তাড়না ও চেষ্টা রয়েছে বলে উল্লেখ করেন আইন উপদেষ্টা। তিনি বলেন, ‘আমরা দৃঢ় প্রতিজ্ঞার মাধ্যমে পরিস্থিতি উত্তরণের চেষ্টা করছি এবং নতুন নতুন উপায় ভাবছি।’

এ কর্মশালায় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম, অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামসহ রাজশাহী বিভাগের বিভিন্ন পর্যায়ের বিচারক, পাবলিক প্রসিকিউটর, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও বিভাগীয় পুলিশ প্রশাসনের কর্মকর্তারা অংশ নেন।

এই প্রশিক্ষণ কর্মশালার মূল লক্ষ্য মানবাধিকার রক্ষা করে ন্যায়বিচার নিশ্চিত করা এবং পরিবর্তিত পরিস্থিতিতে আইন প্রয়োগের সঠিক দিকনির্দেশনা প্রদান করা।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence