ধর্ষণের প্রতিবাদে আসাদ গেটে সড়ক অবরোধ করেছেন ছাত্র-জনতা

  © সংগৃহীত

সারাদেশে অব্যাহত ধর্ষণের প্রতিবাদে ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে আসাদ গেটে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা ও সাধারণ জনতা। এই সময় রাস্তার দুইপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে করে আসাদ গেট এলাকায় যানজট সৃষ্টি হয়।  

রবিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২ টায় রাস্তা অবরোধ করেন কিছু শিক্ষার্থীরা ও জনতা।

এর আগে রবিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টায় ইডেন কলেজের বকুলতলায় সারাদেশে অব্যাহত ধর্ষণ, নারী নির্যাতনের প্রতিবাদে এবং নারী-শিশু সহ সকল মানুষের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন ইডেন কলেজে শিক্ষার্থীরা। 

এদিকে, তিতুমীর কলেজের শিক্ষার্থীও সারাদেশে অব্যাহত ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন।

 


সর্বশেষ সংবাদ