শহিদুল আলম কেন উপদেষ্টা হতে চাননি, জানালেন আসিফ নজরুল
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:২৫ PM , আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:২৫ PM

আলোকচিত্রী ও সমাজকর্মী শহিদুল আলম পতিত আওয়ামী লীগ সরকারের শাসনামলে নানা নির্যাতনের শিকার হয়েছেন। কিন্তু প্রতিবাদ থেকে পিছপা হননি। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে তিনি রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। আন্দোলন-সংগ্রামে ভূমিকা পালনকারী এই আলোকচিত্রী সংস্কৃতি ও শিক্ষা ক্যাটাগরিতে এবার পেয়েছেন একুশে পদক। তিনি একুশে পদক গ্রহণ করায় শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।
ঐতিহাসিক ৫ আগস্টের পর অনেকে ভেবেছিলেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হতে পারেন আলোকচিত্রী শহিদুল আলম। আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানিয়েছেন, শহিদুল আলমকে উপদেষ্টা হওয়ার আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে তিনি উপদেষ্টা হতে চাননি। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) উপদেষ্টা আসিফ নজরুল তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক স্ট্যাটাসে এ তথ্য জানান।
আসিফ নজরুল লিখেছেন, ফ্যাসীবাদী হাসিনা আমলে পনেরো বছর নিরবচ্ছিন্নভাবে সোচ্চার ছিলাম আমরা অল্প কয়েকজন মানুষ। শহিদুল ভাই এদের মধ্যেও অগ্রগণ্য। এমন খাঁটি মানুষ খুব বিরল বাংলাদেশে।’
জানা গেছে, শহিদুল আলমকে উপদেষ্টা হওয়ার আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে তিনি সরকারের বাইরে থেকে কাজ করতে চান, দেশ ও মানুষের জন্য কল্যাণকর কিছু করতে চান। এজন্য উপদেষ্টা হননি।
আসিফ নজরুল আরও লিখেছেন, ‘তিনি (শহিদুল আলম) উপদেষ্টা হতে রাজি হননি। অনেক অনুরোধে একুশে পুরস্কার নিতে রাজি করানো গেছে তাকে।’