আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বিএনপির কর্মসূচি ঘোষণা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৪৪ PM , আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৪৮ PM

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামী ২০ ফেব্রুয়ারি ও ২১ ফেব্রুয়ারি দলটি নানা কর্মসূচির মাধ্যমে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানাবে।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচির ঘোষণা দেন।
২০ ফেব্রুয়ারি দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করবে বিএনপি। এতে দলের কেন্দ্রীয় নেতারা ভাষা আন্দোলনের ইতিহাস ও তাৎপর্য তুলে ধরবেন।
২১ ফেব্রুয়ারি ভোরে দলের নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করে প্রভাতফেরিতে অংশ নেবেন। প্রথমে আজিমপুর কবরস্থানে ভাষা শহিদদের কবর জিয়ারত করা হবে। পরে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের স্থায়ী কমিটির সদস্যরা।
এছাড়া বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশের জেলা, মহানগর, উপজেলা, থানা ও পৌর ইউনিট কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা হবে এবং কালো পতাকা উত্তোলন করা হবে।
ভোর সাড়ে ৬টায় বিএনপির নেতাকর্মীরা রাজধানীর বলাকা সিনেমা হলের সামনে একত্রিত হয়ে প্রভাতফেরি করবেন। এরপর তারা ভাষা শহিদদের কবর জিয়ারত করে কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন করবেন।
বিএনপির নেতারা জানিয়েছেন, মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে দলীয় কর্মসূচি পালিত হবে। স্থানীয় শহিদ মিনারগুলোতে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে।