২১ ফেব্রুয়ারি 

কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনে ডিএমপির নির্দেশনা

লোগো
লোগো  © সংগৃহীত

২১ ফেব্রুয়ারি উপলক্ষ্যে কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন জন্য নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস অফিসার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। 

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, অমর একুশ উপলক্ষ্যে কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদনের জন্য সর্বসাধারণেরকে নিন্মবর্ণিত রুট অনুসরণের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বিশেষ অনুরোধ করা হলো। পলাশী ক্রসিং-ভাস্কর্য ক্রসিং-জগন্নাথ হল ক্রসিং হয়ে কেন্দ্রীয় শহিদ মিনারে প্রবেশ এবং শ্রদ্ধা নিবেদন শেষে রোমানা ক্রসিং-দোয়েল চত্বর হয়ে প্রস্থান।

আরো পড়ুন: গণঅভ্যুত্থানের স্মৃতি ধরে রাখতে ডিএসসিসিতে ফটো গ্যালারি

প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, শাহবাগ ক্রসিং, নীলক্ষেত ক্রসিং, শহীদুল্লাহ হল ক্রসিং, চানখারপুল ক্রসিং, পলাশী ক্রসিং এবং বকশীবাজার ক্রসিং  এ ডাইভারশন থাকবে। শ্রদ্ধা নিবেদনের রুট এবং ডাইভারশন পয়েন্ট সমূহ স্ক্রল আকারে প্রচার করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence