পাবনায় প্রতিবন্ধী ও বিকলাঙ্গদের মধ্যে হুইলচেয়ার বিতরণ

হুইলচেয়ার বিতরণ করছেন বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস
হুইলচেয়ার বিতরণ করছেন বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস  © টিডিসি

পাবনায় প্রতিবন্ধী ও বিকলাঙ্গদের মধ্যে হুইলচেয়ার বিতরণ করেছেন বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী ও এবি ট্রাস্টের চেয়ারম্যান অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস। এবি ট্রাস্টের ব্যবস্থাপনায় ও কাতার চ্যারিটেবলের সহযোগিতায় প্রতিবন্ধী বাস, ট্রাক, রিকশা শ্রমিক ও তাদের পরিবারের ১০০ সদস্যেদের মধ্যে এ হুইলচেয়ার বিতরণ করা হয়।

আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে আলহাজ আহেদ আলী বিশ্বাস কলেজিয়েট স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবি ট্রাস্টের চেয়ারম্যান শামছুর রহমান শিমুল বিশ্বাস।

এ সময় বক্তব্য দেন পাবনা মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. রুহুল কুদ্দুস, পাবনা অতিরিক্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার কাজী শাহনেওয়াজ, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মনিরুল ইসলাম, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার প্রমুখ।


সর্বশেষ সংবাদ