থ্রি-হুইলার যান চলাচলে বিআরটিএর নির্দেশনা বাতিল, অবরোধ প্রত্যাহারের আহ্বান ডিএমপির

  © টিডিসি ফটো

বিআরটিএর নতুন নির্দেশনার পর রাজধানীতে গ্যাস বা পেট্রোলচালিত অটোরিকশার চালকদের অঘোষিত ধর্মঘটে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল থেকে ধর্মঘটের সমর্থনে অটোরিকশাচালকরা বিভিন্ন স্থানে যানবাহন চলাচলে বাধা দিতে দেখা যায়। এরপরই বিআরটিএর দেওয়া পূর্বের নির্দেশনাটি বাতিল করেছে কর্তৃপক্ষ।

আজ রবিবার (১৬ ফেব্রুয়ারি) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ৪ স্ট্রোক থ্রি-হুইলার যান সম্পর্কিত বিআরটিএর দেওয়া সাম্প্রতিক নির্দেশনাটি ১৬ ফেব্রুয়ারি ২০২৫ থেকে বাতিল করা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট সকলকে অবহিত করা হলো এবং অবরোধ প্রত্যাহার করে যান চলাচলে কোন রকম প্রতিবন্ধকতা সৃষ্টি না করার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে অনুরোধ করা হলো।

জানা গেছে, অটোরিকশায় মিটারের চেয়ে বেশি ভাড়া আদায় করলে মামলা করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)। গত ১০ ফেব্রুয়ারি বিআরটিএ পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শীতাংশু শেখর বিশ্বাসের সই করা এক পত্রে এ তথ্য জানানো হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পুলিশ কমিশনারকে এ পত্র দেওয়া হয়েছে। এর বিরোধিতা করে চালকরা অটোরিকশা চালানো বন্ধ রেখেছেন বলে জানা গেছে।

বিষয়টি নিয়ে চেষ্টা করেও সিএনজিচালিত অটোরিকশাচালকদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তাদের মিটারে ভাড়া নেওয়া সংক্রান্ত পত্রে বলা হয়েছে, গ্যাস বা পেট্রোলচালিত ফোর-স্ট্রোক থ্রি-হুইলার অটোরিকশার জন্য নির্ধারিত মিটারের ভাড়ার হারের অতিরিক্ত আদায়ের অভিযোগের বিষয়ে মামলা রুজুর নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

আরও বলা হয়েছে, সড়ক পরিবহন আইন ২০১৮-এর ধারা ৩৫(৩) অনুযায়ী কন্ট্রাক্ট ক্যারিজের মালিক বা চালক রুট পারমিট এলাকায় যেকোনো গন্তব্যে যেতে বাধ্য থাকবেন। মিটারে প্রদর্শিত ভাড়ার অতিরিক্ত অর্থ দাবি বা নিতে পারবেন না। এর ব্যত্যয় ঘটলে ধারা ৮১ অনুযায়ী অনধিক ছয় মাসের কারাদণ্ড বা ৫০ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। চালকের ক্ষেত্রে দোষসূচক এক পয়েন্ট কর্তনের বিধান রয়েছে।


সর্বশেষ সংবাদ