হাসিনার বিচার না করলে মানুষ আমাদের ক্ষমা করবে না: ড. ইউনূস

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস  © সংগৃহীত

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার করা না হলে জনগণ আমাদের ক্ষমা করবে না।’ এ সময় তিনি আওয়ামী লীগ সরকারের শীর্ষ নেতাদেরও বিচার করতে ইচ্ছা প্রকাশ করেছেন।

দুবাই সফরে গিয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে অংশগ্রহণের পর গতকাল বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম দ্য ন্যাশনালকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব মন্তব্য করেন।

প্রধান উপদেষ্টা বলেন, ‘শেখ হাসিনা সরকারের শীর্ষ কর্মকর্তাদের শাস্তি এড়াতে দেওয়া হবে না। আমরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার জ্যেষ্ঠ কর্মকর্তাদের খুঁজে বের করে দেশে ফিরিয়ে আনব এবং তাদের আইনের মুখোমুখি করব।’

তিনি জানান, ‘শেখ হাসিনাকে ফেরত আনার জন্য ভারতকে চিঠি পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে আমাদের কাছে অনেক প্রমাণ রয়েছে। জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনারের প্রতিবেদনেও তার বিভিন্ন অপরাধের তথ্য উঠে এসেছে।’

ড. ইউনূস বলেন, ‘জাতিসংঘের প্রতিবেদন আমাদের জন্য এক ধরনের প্রমাণ হিসেবে কাজ করেছে। এটি শেখ হাসিনার এবং তার সরকারের সকল অপরাধের তথ্য নথিভুক্ত করেছে।’

তিনি আরও বলেন, ‘শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তাকে বিচারের আওতায় আনব, এবং এটা না হলে বাংলাদেশের জনগণ আমাদের ক্ষমা করবে না। আমরা ইতোমধ্যে আইনি প্রক্রিয়া শুরু করেছি, যা অব্যাহত থাকবে। শেখ হাসিনাকে আইনের আওতায় আনা আমাদের জন্য অপরিহার্য।’

এদিকে, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক মুহাম্মদ ইউনূস। গণঅভ্যুত্থানের ফলে শেখ হাসিনার ১৫ বছরের শাসন পতন হয়।জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী, জুলাই-আগস্টের অভ্যুত্থানে আনুমানিক ১,৪০০ জন নিহত হয়।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence