‘৩০০ আসনে নির্বাচন করার সক্ষমতা জামায়াতে ইসলামীর আছে’

প্রেস ব্রিফিংয়ে মিয়া গোলাম পরওয়ার
প্রেস ব্রিফিংয়ে মিয়া গোলাম পরওয়ার  © সংগৃহীত

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ৩০০ আসনে নির্বাচন করার সক্ষমতা জামায়াতে ইসলামীর আছে। আমরা ৩০০ আসনে প্রার্থী প্রস্তুত করে ফেলেছি।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সেক্রেটারি জেনারেল বলেন, আমাদের প্রাথমিক বাছাই প্রক্রিয়া চলছে। যদিও অফিশিয়ালি সেন্ট্রাল ডিক্লারেশন হয়নি। তবে লোকালি বিভিন্ন প্রক্রিয়ায় বাছাই হচ্ছে। সেই খবরগুলো গণমাধ্যমে আসছে।

বৈঠকের বিষয়ে তিনি বলেন, নির্বাচনকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার ব্যাপারে ইসির সঙ্গে আমাদের খুবই সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। আমরা আমাদের বক্তব্যগুলো তাদের কাছে লিখিত আকারে পেশ করেছি। তারাও সে বিষয়ে তাদের বক্তব্য রেখেছেন। ইসির সক্ষমতা, সীমাবদ্ধতা, সমস্যা নিয়েও আলোচনা হয়েছে।

সংস্কার বিষয়ে জামায়াতের দ্বিতীয় এই নেতা বলেন, আমরা পুরো দেশ সংস্কারের কথা বলিনি। বলেছি যে অন্তত নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ হতে যেটুকু সংস্কার প্রয়োজন, সেটুকু সংস্কার করতে হবে। ইসিকে বলেছি সংস্কার ছাড়া কোনো নির্বাচন নয়। অন্তত নির্বাচনপ্রক্রিয়ার সঙ্গে যেসব সংস্থা জড়িত, সেগুলোকে সংস্কার করেই জাতীয় সংসদ নির্বাচনে যেতে হবে। তা না হলে এই নির্বাচন নিরপেক্ষ হবে না, অবাধ হবে না।

আওয়ামী লীগের আমলে অনুষ্ঠিত নির্বাচন নিয়ে তিনি বলেন, আগের তিনটি নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি। সংস্কার করা না হলে আগামী নির্বাচনে সেই পুনরাবৃত্তি ঘটবে। এতে আন্দোলনে যে দুই হাজার ছাত্র-জনতা জীবন দিয়েছে এবং ৩০ হাজার আহত হয়েছে, তাদের রক্ত বৃথা যাবে।

মিয়া গোলাম পরওয়ার বলেন, অন্তর্বর্তী সরকারের এটা দায়িত্ব নির্বাচনকে নিরপেক্ষ করার জন্য যে সংস্কার প্রয়োজন, তার জন্য যতটুকু যৌক্তিক সময়ের দরকার জামায়াতে ইসলামী দেবে।

প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, নির্বাহী পরিষদের সদস্য মতিউর রহমান আকন্দ, মিডিয়া ও প্রচার সম্পাদক অ্যাডভোকেট জসিমউদদীন সরকার, কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য সদস্য ইউসুফ আলী, মহানগর জামায়াতের কর্মপরিষদের সদস্য কামাল উদ্দিন।


সর্বশেষ সংবাদ