জামায়াত সব সময় মুনাফেকি করেছে: রিজভী
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৪২ PM , আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৪২ PM

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আমরা জামায়াতকে সমর্থন করিনি। বিএনপির উদারতার কারণে তারা (জামায়াত) বাংলাদেশে প্রথম রাজনীতি করার সুযোগ পায়। কিন্তু সবসময় এই দলটি মুনাফেকি করেছে। মুনাফেকি ছাড়া তারা কিছুই করেনি।
বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে পাঁচটায় রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর উচ্চ বিদ্যালয় মাঠে এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাগমারা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল ওয়াহেদ মণ্ডলের ২৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই সভার আয়োজন করা হয়।
রিজভী জামায়াতকে উদ্দেশ্য করে বলেন, যে দল ছাত্র জনতার ওপর গুলি চালিয়েছে, নির্বিচারে হত্যা করেছে, সেই দলই এখন বলে আওয়ামী লীগকে মাফ করে দেবে। আবু সাঈদ, মুগ্ধর রক্তকে কিভাবে মাফ করবেন?
তিনি আরও বলেন, শেখ হাসিনা পাসপোর্ট-ভিসা ছাড়া ভারতে বসে দেশের বিরুদ্ধে কথা বলছে, উস্কানি ছড়াচ্ছে। সেই ভারত আপনাদের প্রিয় হয়ে গেলে এটি খুবই দুঃখজনক।
স্মরণসভায় কেন্দ্রীয়, জেলা ও উপজেলা বিএনপির নেতারা উপস্থিত ছিলেন। তারা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দ্রুত জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানান।