রাজশাহীর ৫ আসনে জামায়াতের সম্ভাব্য প্রার্থী যারা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:১২ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৫১ PM
রাজশাহীর ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতে জামায়াতে ইসলামীর প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। রবিবার (১০ ফেব্রুয়ারি) রাতে এই তালিকা প্রকাশ করা হয় বলে নিশ্চিত করেছেন রাজশাহী মহানগর জামায়াতের মিডিয়া বিষয়ক সম্পাদক আশরাফুল আলম ইমন।
তিনি জানান, রাজশাহী-২ (সদর) আসন বাদ দিয়ে বাকি ৫টি আসনে দলীয় প্রার্থী ঘোষণা করা হয়েছে।
৫ আসনে প্রার্থী যারা: রাজশাহী ১ আসন তানোর-গোদাগাড়িতে অধ্যাপক মুজিবুর রহমান, রাজশাহী ৩ আসনে পবা-মোহনপুরে অধ্যাপক আবুল কালাম আজাদ, রাজশাহী ৪ আসনে বাগমারায় ডা. আব্দুল বারী সরদার, রাজশাহী ৫ আসনে পুঠিয়া-দুর্গাপুরে নুরুজ্জামান লিটন এবং রাজশাহী ৬ আসন বাঘা-চারঘাটায় অধ্যাপক নাজমুল হক। তবে রাজশাহী-২ (সদর) আসনে এখনো কোনো প্রার্থী ঘোষণা করা হয়নি বলে জানিয়েছেন দলীয় নেতারা।
নাম প্রকাশে অনিচ্ছুক কেন্দ্রীয় এক নেতা জানান, প্রার্থিতা চূড়ান্ত হয়েছে। যাদের নাম এসেছে তারাই শেষ পর্যন্ত থাকতে পারেন। তবে বিশেষ কোনও কারণে প্রার্থী পরিবর্তন হতে পারে। আর জোটের ক্ষেত্রে কয়েকটি আসন ছেড়ে দেওয়ার প্রয়োজন হলে দল সেটাও করবে।