সীমান্তের শূন্যরেখায় বিএসএফের সিসি ক্যামেরা স্থাপন, বিজিবির কড়া প্রতিবাদ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৩৫ PM , আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৩৫ PM

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার দক্ষিণ বাঁশজানী সীমান্তের শূন্যরেখায় সিসি ক্যামেরা স্থাপন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ ঘটনায় কড়া প্রতিবাদ জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (১০ জানুয়ারি) সকালে বিষয়টি নজরে এলে বিজিবি বিএসএফকে ডেকে এর কড়া প্রতিবাদ জানায় এবং ক্যামেরাটি অপসারণের দাবি করে। তবে একাধিক আলোচনা হলেও এখনো পর্যন্ত ক্যামেরাটি সরানো হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এর আগে গতকাল রবিবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ৯ এস এর ৯৭৮ নম্বর পিলারের পাশে শূন্যরেখার একটি ইউক্যালিপটাস গাছে সিসি ক্যামেরাটি স্থাপন করে বিএসএফের ছোট গাড়লঝড়া ক্যাম্পের সদস্যরা। ক্যামেরাটি বাংলাদেশের দিকে তাক করে বসানো হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয়দের অভিযোগ, দক্ষিণ বাঁশজানী ঝাকুয়াটারী সীমান্তে ২০০ বছরের পুরোনো একটি মসজিদ পুনঃনির্মাণ কাজ ঘিরে এ সিসি ক্যামেরা বসানো হয়েছে। সীমান্তের কাছে থাকা এই ঐতিহ্যবাহী মসজিদে ভারত ও বাংলাদেশের মুসল্লিরা একসঙ্গে নামাজ পড়েন। দেশভাগের পরও দুই দেশের মানুষের মাঝে সৌহার্দ্য অটুট থাকলেও বিএসএফের বাধায় দুই বছর ধরে মসজিদের পুনঃনির্মাণ কাজ বন্ধ রয়েছে। এবার রাতের আঁধারে সিসি ক্যামেরা স্থাপনের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
দক্ষিণ বাঁশজানী ঝাকুয়াটারী জামে মসজিদের মোয়াজ্জিন আলমগীর হোসেন বলেন, আমাদের পূর্বপুরুষরা এই মসজিদ স্থাপন করেছেন। দেশভাগের পরও এখানে দুই দেশের মানুষ একসঙ্গে নামাজ পড়েন। পুরোনো মসজিদটি নষ্ট হয়ে গেলে নতুন করে নির্মাণের উদ্যোগ নেওয়া হয়, কিন্তু বিএসএফ বাধা দেয়। এবার তারা রাতের আঁধারে ক্যামেরা বসিয়েছে, যা আমাদের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। বিজিবি ক্যামেরাটি সরাতে বললেও বিএসএফ এখনো তা সরায়নি।
এ বিষয়ে কুড়িগ্রাম ২২ বিজিবির পরিচালক লে. কর্নেল মাসুদুর রহমান বলেন, শূন্যরেখায় সিসি ক্যামেরা স্থাপনের বিষয়ে আমরা বিএসএফকে প্রতিবাদ জানিয়েছি। তাদের সঙ্গে আলোচনা হয়েছে এবং তারা ক্যামেরা অপসারণের আশ্বাস দিয়েছে।