সাতক্ষীরায় তারুণ্যের উৎসব  উপলক্ষে সাইক্লিং প্রতিযোগিতা অনুষ্ঠিত

০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৩৭ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৫৪ PM
সাতক্ষীরায় সাইক্লিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়

সাতক্ষীরায় সাইক্লিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় © টিডিসি

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগান সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশব্যাপী উদযাপিত হচ্ছে ‘তারুণ্যের উৎসব ২০২৫’। এ উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে এবং জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের বাস্তবায়নে সাতক্ষীরায় এক বর্ণাঢ্য সাইক্লিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (৯ ফেব্রুয়ারি) সকাল ৯টায় সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে এ প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। অনুষ্ঠানের সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল। প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করে প্রধান অতিথি বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকতা শুরু করেন।

সাতক্ষীরা জেলা স্টেডিয়াম থেকে শুরু হয়ে শহরের বাইপাস, সাতক্ষীরা মেডিকেল কলেজ হয়ে খুলনা রোড মোড়ে গিয়ে এ প্রতিযোগিতা শেষ হয়। ১২ কিলোমিটার দীর্ঘ এই রেসে নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

প্রতিযোগিতা শেষে জেলা স্টেডিয়ামে বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়। মোট ১০ জন বিজয়ীকে পুরস্কৃত করা হয়, পাশাপাশি অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা ক্রীড়া অফিসার মো. মাহবুবুর রহমান। এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য তৈয়েব হাসান শামসুজ্জামান বাবু, মোফাসসিনুল ইসলাম তপু, সাংবাদিক জিল্লুর রহমান, মোহিনী তাবাসসুম ও সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার জয়ন্ত সরকার।

প্রধান অতিথি জেলা প্রশাসক মোস্তাক আহমেদ তার বক্তব্যে বলেন, ‘সফলতার জন্য নৈতিকতা অপরিহার্য। সুস্থ ও সবল জীবন গঠনে খেলাধুলার বিকল্প নেই। দেশ গঠনে তরুণদের ভূমিকা অনস্বীকার্য। খেলায় হার-জিত থাকবে, তাই প্রতিযোগিতাকে খেলোয়াড়সুলভ মানসিকতা নিয়ে গ্রহণ করতে হবে।’

সমগ্র প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি পরিচালনা করেন ধারাভাষ্যকার অলিউল ইসলাম।

সাতক্ষীরায় আয়োজিত এই সাইক্লিং প্রতিযোগিতা তরুণ সমাজকে উৎসাহিত করেছে এবং সুস্থ ও ক্রীড়ামুখী জীবনধারার প্রতি তাদের আগ্রহ বৃদ্ধি করেছে। তারুণ্যের উৎসব ২০২৫-এর অংশ হিসেবে এমন আয়োজন প্রশংসিত হয়েছে সব মহলে।

জামিনে মুক্তির পর কারাগারের সামনেই প্রতিপক্ষের গুলিবর্ষণ, এ…
  • ০২ জানুয়ারি ২০২৬
ফজরের নামাজের পূর্বের যে আমলে বৃষ্টির মত বর্ষিত হবে রিযিক
  • ০২ জানুয়ারি ২০২৬
ইসলামি দলগুলো নারী প্রার্থীদের কীভাবে গ্রহণ করেছে—জানালেন ড…
  • ০২ জানুয়ারি ২০২৬
নাসিরুদ্দিন পাটোয়ারীর সঙ্গে হাসিমুখে সাক্ষাৎ মনোনয়ন প্রত্যা…
  • ০২ জানুয়ারি ২০২৬
নাহিদ ইসলামের হলফনামা নিয়ে বিভ্রান্তির ব্যাখ্যা এনসিপির
  • ০২ জানুয়ারি ২০২৬
উপদেষ্টা মাহফুজের ভাই মাহবুবের সম্পদ ১ কোটিরও বেশি
  • ০২ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!