মোটরসাইকেলে ঘুরতে গিয়ে প্রাণ গেল স্কুলছাত্রের, আহত ২

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

জামালপুরের মেলান্দহ উপজেলায় মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে বেপরোয়া গতিতে নিয়ন্ত্রণ গাছের সঙ্গে ধাক্কায় ফয়সাল মিয়া (১৫) নামের দশম শ্রেণির এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এ সময় মোটরসাইকেল থাকা গুরুতর আহত হয়েছে আরও দুই আরোহী।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি ) দুপুর ১২টায় উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের খায়েরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ঘোষেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুল ইসলাম লিটু বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত শিক্ষার্থীর ফয়সালের বাড়ি উপজেলার ঘোষেরপাড়া  ইউনিয়নের পাঠানপাড়া এলাকায়। সে ওই এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে। আহত দুজন একই এলাকার বাচ্চু মিয়ার ছেলে শাকিল ও তুতা মিয়ার ছেলে নাছিম। তারা প্রত্যেকেই উপজেলার বেলতৈল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী।

আরও পড়ুন: এবার সাবেক প্রতিমন্ত্রী মুরাদের বাড়িতে ভাঙচুর-আগুন

স্থানীয় লোকজন জানান, বৃহস্পতিবার দুপুর ১২টা দিকে তিন বন্ধু মিলে দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিল। মোড় ঘুরার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে আমগাছের সঙ্গে ধাক্কা লাগলে আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে ফয়সালের মৃত্যু হয়। এ ছাড়া আহত হয়েছে আরও দুই বন্ধু। একজনকে গুরুতর অবস্থায় জামালপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুজ্জামান বলেন, ‘মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে দুর্ঘটনাটি ঘটেছে। স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে ফয়সালের মৃত্যু হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তরের আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।


সর্বশেষ সংবাদ