এবার সাবেক প্রতিমন্ত্রী মুরাদের বাড়িতে ভাঙচুর-আগুন

মুরাদ হাসানের বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ
মুরাদ হাসানের বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ  © সংগৃহীত

জামালপুরের সরিষাবাড়ীতে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার আওনা ইউনিয়নের দৌলতপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা যায়, একদল বিক্ষুব্ধ ছাত্র-জনতা সাবেক এই প্রতিমন্ত্রীর বাড়িতে হামলা চালায় এবং ব্যক্তিগত গাড়ি ভাঙচুর করে। একই সময়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলামের বাড়িতেও ভাঙচুরের ঘটনা ঘটে। ক্ষমতায় থাকাকালীন তিনি নিজের স্বার্থসিদ্ধির জন্য নানা অনিয়মে জড়িয়ে পড়েন। তার বিরুদ্ধে সরকারি বরাদ্দের অর্থ লুটপাট, চাঁদাবাজি ও দুর্নীতির অভিযোগ রয়েছে।সেই ক্ষোভ থেকে এ ঘটনা ঘটেছে। 

প্রসঙ্গত, মুরাদ হাসান ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০১৮ সালে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচন হলে তাকে প্রথমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এবং পরে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয় সরকার । এরপর সংবিধান থেকে বিসমিল্লাহ্ অপসারণ, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরণোত্তর বিচার দাবি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্যসহ নানা বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন তিনি।

২০২৪ সালের সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন মুরাদ এবং পরাজিত হন। 

এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. চাঁদ মিয়া বলেন, 'এ সংক্রান্ত কোনো অভিযোগ আমরা এখনো পাইনি।'


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence