বিয়ে করেছেন মীর স্নিগ্ধ!
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩৫ AM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৪:০৬ PM
জুলাই আন্দোলনে গুলিতে নিহত শহীদ মীর মুগ্ধর জমজ ভাই ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সিইও মীর স্নিগ্ধ বিয়ে করেছেন। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিয়ের ছবি ছড়িয়ে পরে। তবে বিয়ের বিষয়ে এখন পর্যন্ত কোনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, গত ১৮ জুলাই কোটা সংস্কার আন্দোলন ঘিরে উত্তরার আজমপুরে সংঘর্ষের মধ্যে গুলিবিদ্ধ হয়ে নিহত হন মীর মুগ্ধ। তিনি খুলনা বিশ্ববিদ্যালয় থেকে ২০২৩ সালে গণিতে স্নাতক পাসের পর বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এ এমবিএ করছিলেন। মৃত্যুর সময় তার গলায় রক্তমাখা বিইউপির আইডি কার্ড ছিল।
জুলাই আন্দোলন চলাকালে অনলাইনে মুগ্ধের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, মুগ্ধ ‘কারও পানি লাগবে ভাই, পানি?’ বলে আন্দোলনকারীদের মাঝে পানি বিতরণ করছেন। পানি বিতরণের সময় গুলিতে নিহত হন মুগ্ধ ।