এবার সিআরআই ভবনে আগুন

ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির ভাঙচুরের পর এবার আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) ভবনে আগুন দিয়েছে বিক্ষুব্ধরা। আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতে ৩২ নাম্বার বাড়িতে ভাঙচুরের পর এ সিআরআই ভবনে আগুন দেয় তারা।

ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে ব্যাপক ভাঙচুর চালানোর পর আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে বাড়ির সামনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন বিক্ষুব্ধ ছাত্রজনতা। 

এসময় ৩২ নম্বরের পাশে থাকা আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সিআরআই এর প্রধান কার্যালয়ে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধরা।


সর্বশেষ সংবাদ