বিএনপির সম্মেলনে দু’পক্ষের সংঘর্ষ, ১৪৪ ধারা জারি
- সাতক্ষীরা প্রতিনিধি
- প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৫, ০৮:৩৪ PM , আপডেট: ২৯ জানুয়ারি ২০২৫, ০৮:৩৪ PM

সাতক্ষীরার আশাশুনিতে বুধহাটা ইউনিয়ন বিএনপির সম্মেলনে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েনসহ সম্মেলনস্থলে ১৪৪ ধারা জারি করা হয়েছে। আজ বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে বুধহাটা ইউনিয়নের বেউলা সাইক্লোন সেন্টার এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা হলেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক পলাশ আহসান, যুবদলের সাবেক সহ-সভাপতি বকুল, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি শফিকুল ইসলাম, কল্লোল, দীপু, আশিক, শফিকুল ও আছাফুর। অপর পক্ষের আহতদের মধ্যে রয়েছেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রবিউল আওয়াল ছোট, যুবদলের কৃষি বিষয়ক সম্পাদক রমজান আলী, যুবদল কর্মী আজমি নূরসহ আরও কয়েকজন। গুরুতর আহতদের আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
উপজেলা বিএনপির সদস্য সচিব মশিউল হুদা তুহিন অভিযোগ করে বলেন, ‘পূর্বঘোষিত ভোট গ্রহণ চলাকালীন সময় প্রতিপক্ষ পরিকল্পিতভাবে হামলা চালিয়ে সম্মেলন পণ্ড করার চেষ্টা করে। তবে কর্মীরা প্রতিরোধ গড়ে তুললে তারা পিছু হটতে বাধ্য হয়।’
বিএনপির আরেক পক্ষের সদস্য সচিব জাকির হোসেন বাচ্চু বলেন, ‘আসল ত্যাগী নেতাদের বাদ দিয়ে একটি পক্ষ আওয়ামী লীগের কর্মীদের দিয়ে পকেট কমিটি গঠনের চেষ্টা করছিল। আমরা এর প্রতিবাদ জানাতে গেলে আমাদের ওপর হামলা চালানো হয়।’
আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কৃষ্ণা রায় বলেন, সংঘর্ষের পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বেউলা সাইক্লোন সেন্টার এলাকা ও আশপাশে ১৪৪ ধারা জারি করা হয়েছে। বর্তমানে সেখানে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে ও পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এর আগে একই ধরনের রাজনৈতিক উত্তেজনার জেরে সাতক্ষীরার শ্যামনগর ও কালীগঞ্জ উপজেলাতেও ১৪৪ ধারা জারি করা হয়েছিল। সেখানে দলীয় কোন্দল ও কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটে।