শিক্ষকেরা টানাপোড়েনে থাকলে শিক্ষার্থীদের কাছে রোল মডেল হিসেবে উপস্থাপন অসম্ভব: তারেক রহমান

তারেক রহমান
তারেক রহমান  © টিডিসি ফটো

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, জীবনের শুরুতেই পরিবারের পর শিক্ষার্থীদের সামনে শিক্ষক- শিক্ষিকারাই আদর্শের রোল মডেল। কিন্তু শিক্ষকরাই যদি রাষ্ট্র এবং সমাজে সম্মান সংসার নিয়ে টানাপোড়েনে থাকেন তাহলে একজন শিক্ষকের পক্ষে শিক্ষার্থীদের সামনে নিজেকে রোল মডেল হিসেবে কি উপস্থাপন করা সম্ভব নয়।

আজ শনিবার (২৫ জানুয়ারি) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয় শিক্ষক দিবস ও শিক্ষক সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে প্রভাবশালী জাতি, রাষ্ট্র হিসেবে যদি আমাদের টিকে থাকতে হয় তাহলে অবশ্যই এই মুহূর্তে আমাদের সামনে বড় চ্যালেঞ্জ জ্ঞানভিত্তিক রাষ্ট্র এবং সমাজ প্রতিষ্ঠা করা। এই চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদেরকে যুক্তি, তর্কে, মেধা-মননে, জ্ঞানে-বিজ্ঞানে অবশ্যই সমৃদ্ধ হতে হবে। 

তারেক রহমান বলেন, ‘আমি বিশ্বাস করি, রাষ্ট্র এবং রাজনীতির সংস্কার কিংবা নাগরিক উন্নয়নে আমরা যত উদ্যোগই গ্রহণ করি না কেন চূড়ান্ত সফলতা পেতে হলে শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন এবং শিক্ষকদের আর্থ-সামাজিক নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করার বিকল্প নেই।

তিনি আরও বলেন, শিক্ষকতার পেশা কখনোই একটি উপায়হীন বিকল্প কিংবা সাধারণ চাকরি নয়। শিক্ষা- দিক্ষায় মেধাবী মানুষটি যাতে শিক্ষকতা পেশাকে আনন্দের সঙ্গে অগ্রাধিকার হিসাবে নেয় তেমন পরিবেশ নিশ্চিত করা রাষ্ট্র এবং সরকারের দায়িত্ব। অর্থনৈতিক সচ্ছলতা, স্বাচ্ছন্দ্যময় এবং সম্মানজনক জীবনের নিশ্চয়তা প্রদানের মাধ্যমে বিশেষ করে প্রাথমিক এবং মাধ্যমিক পর্যায়ে শিক্ষকের চাকরিকে আরো প্রতিযোগিতামূলক এবং আকর্ষণীয় করে গড়ে তোলা প্রয়োজন। 

পরিশেষে তিনি শিক্ষক ও শিক্ষার কল্যাণ কামনা করে এবং সকলের প্রাপ্য অধিকার বাস্তবায়নে যাতে সফলতা পান সে কামনায় বক্তব্য শেষ করেন।


সর্বশেষ সংবাদ