সর্বদলীয় বৈঠক: হোয়াটসঅ্যাপে দাওয়াত দেন উপদেষ্টা মাহফুজ, সমালোচনা 

মাহফুজ আলম
মাহফুজ আলম  © সংগৃহীত

জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র চূড়ান্ত করার লক্ষ্যে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে রাজনৈতিক দল ও অন্য অংশীজনদের সঙ্গে বৈঠক শুরু হয়েছে। জানা যায়, সভাটি সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে। এদিকে, অংশগ্রহণকারী রাজনৈতিক  দলের প্রতিনিধিরা সভার আমন্ত্রণপত্র মোবাইলে কিংবা হোয়াটসঅ্যাপে খুদেবার্তার মাধ্যমে দেওয়ার জন্য ক্ষোভ প্রকাশ করেছেন।

অংশগ্রহণকারী দুইটি দলের প্রতিনিধিরা দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন, বুধবার (১৫ জানুয়ারি) ১০টার পর তাদেরকে হোয়াটসঅ্যাপে খুদেবার্তা পাঠিয়ে সভায় আমন্ত্রণ করেন উপদেষ্টা মাহফুজ আলম। 

অন্যদিকে, সভায় প্রবেশের আগে গণমাধ্যমের সাথে কথা বলার সময় আমন্ত্রণের মাধ্যম নিয়ে কড়া সমালোচনা করেন ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের আহ্বায়ক নুরুল হক নূর।

তিনি বলেন, ‘সভায় আজকে কঠোর সমালোচনা করব। রাজনৈতিক দলগুলোর প্রতি তাদের অ্যাপ্রোচ খুবই আপত্তিজনক। অনেক দল গতরাত ১০টার আগে জানত না আজকের সভার ব্যাপারে। গণঅভ্যুত্থানের পর  প্রধান উপদেষ্টার সাথে এটি দ্বিতীয় সর্বদলীয় সভা। এখানে আমন্ত্রণ জানানোর একটা সৌন্দর্য থাকা প্রয়োজন ছিল। মোবাইলে খুদেবার্তার মাধ্যমে দাওয়াত দেওয়াটা ভালো দেখায় না।’

নাম প্রকাশে অনিচ্ছুক আরেকজন রাজনৈতিক নেতা দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, দ্যা ল্যাঙ্গুয়েজ উইল বি ভেরি হার্ড টুডে। গত রাত পৌনে ১১টায় মাহফুজ হোয়াটসঅ্যাপে দাওয়াত দিয়েছেন। আর আজকে বেলা ২টায় জুলাই ঘোষণাপত্র প্রস্তাবনার একটা খসড়া পাঠিয়েছেন। এটা কোনো মাধ্যম হতে পারে না। 

গত ৩১ ডিসেম্বর বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি জুলাই ঘোষণাপত্র পাঠ করার কর্মসূচি দেন। পরবর্তীতে সরকার রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ-আলোচনা করে এই ঘোষণাপত্র তৈরি করার প্রস্তাব দেন। প্রস্তাবে রাজি হয়ে বৈষম্যবিরোধী ছাত্র নেতারা ১৫ জানুয়ারির মধ্যে সে জুলাই ঘোষণাপত্র প্রকাশের আল্টিমেটাম দেন। তবে জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র এখনো দেওয়া হয়নি।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence