সচিবালয়ের সামনে এসআইদের অনশনে পুলিশি বাধার অভিযোগ

সচিবালয়ের সামনে থেকে অনশনকারীদের উঠে যেতে চাপ দিচ্ছে পুলিশ
সচিবালয়ের সামনে থেকে অনশনকারীদের উঠে যেতে চাপ দিচ্ছে পুলিশ  © সংগৃহীত

রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে অব্যাহতি পাওয়া শিক্ষানবিশ উপপরিদর্শকেরা (এসআই) চাকরি পুনর্বহালের দাবিতে আমরণ অনশন করছেন। সোমবার বিকেল চারটার দিকে সচিবালয়ের সামনে তারা অনশন শুরু করেন। বুধবার (১৫ জানুয়ারি) রাত ১টায় এই সংবাদ লেখার সময় পর্যন্ত তাদের অনশন চলমান রয়েছে। তবে অনশনকারীরা পুলিশি বাধার অভিযোগ করেছেন। তারা বলছেন, সচিবালয়ের সামনে থেকে তাদের উঠে যেতে চাপ দিচ্ছে পুলিশ।

মঙ্গলবার সচিবালয়ের ১নং গেটের সামনে উসমানী উদ্যান-সংলগ্ন রাস্তায় এসআইদের এ অনশনে আজ রাত ১১টায় পুলিশি বাধার এই অভিযোগ ওঠে। 

অব্যাহতি পাওয়া এসআই রবিউল রবি বলেন, আমরা শান্তিপূর্ণ অনশন পালন করছি। কিন্তু রাত ১১টার পর থেকে এখানে পুলিশ আসে। আমাদের অনশনে তারা বাধা সৃষ্টি করছে। তারা আমাদের অনশনের এই স্থান থেকে ছত্রভঙ্গ হয়ে যেতে বলেছে।

তিনি বলেন, পুলিশের শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, অপারেশন) পরিচয়ে আমাদের বাধা দেন। তাদের সঙ্গে এক পর্যায়ে আমাদের বাকবিতণ্ডা হয়।

রবি বলেন, অনশনে আমাদের দুই সদস্য খুব অসুস্থ হয়ে পড়েছে। এই শীতে দুই দিন ধরে টানা অনশন চলছে অথচ রাষ্ট্রের কোনো গুরুত্বই নেই আমাদের নিয়ে। আমরাও তো এ দেশের নাগরিক, কারো সন্তান। কারো ভাই।

তিনি আরও বলেন, প্রশাসন থেকে আমাদের কোনো আশ্বাস দেওয়া হচ্ছে না। কেউ বিষয়টি গুরুত্বও দিচ্ছে না। আমরা চাই এর সঠিক সমাধান হোক।

গত বছরের ২১ অক্টোবর রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৪০তম এসআই ক্যাডেট ব্যাচের প্রশিক্ষণরত ২৫২ জনকে ও ৪ নভেম্বর একই ব্যাচের আরও ৫৮ জন ক্যাডেট এসআইকে অব্যাহতি দেওয়া হয়। এরপর আরও ১১ জন শিক্ষানবিশ এসআইকে অব্যাহতি দেওয়া হয়েছে। সব মিলিয়ে ৪০তম ক্যাডেট ব্যাচের শিক্ষানবিশ ৩২১ জন এসআইকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে নাশতা না খেয়ে মাঠে হইচই করা এবং প্রশিক্ষণ চলাকালে অমনোযোগী থাকার অভিযোগ আনা হয়।

তবে অব্যাহতি পাওয়া শিক্ষানবিশ এসআইরা বলছেন, তাদের বিরুদ্ধে আনা অভিযোগগুলো সঠিক নয়। এভাবে চাকরি থেকে অব্যাহতি দেওয়ায় তাদের সঙ্গে চরম বৈষম্য করা হয়েছে। শিগগিরই তাঁরা এ অবস্থার প্রতিকার চা


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence