জুলাই শহীদদের আত্মদানের কথা ভেবে আমাদের বদলাতে হবে: উপদেষ্টা ফাওজুল

ড. মুহাম্মদ ফাওজুল কবির খান
ড. মুহাম্মদ ফাওজুল কবির খান  © সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, জুলাই শহীদদের আত্মদানের কথা ভেবে আমাদের বদলাতে হবে।

বুধবার (৮ জানুয়ারি) সকালে তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

পোস্টে তিনি লিখেছেন, ‘এমনিতেই রাস্তায় ট্র্যাফিক জ্যাম লেগেই আছে। গতকাল দুপুরে সচিবালয়ের সামনের রাস্তায় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের বিক্ষোভ করতে দেখলাম। রাতে বিমানবন্দরে নেত্রীর সংবর্ধনা: যাত্রীদের দেখলাম, গাড়ি ছেড়ে দিয়ে ব্যাগ মাথায় ছুটছেন। অনেকে ফ্লাইট মিস করেছেন। সেই একই পুরোনো রাজনীতি!’

এসবের বিকল্প কিছু ভাবতে হবে জানিয়ে তিনি বলেন, ‘জনসাধারণের দুর্ভোগের কথা ভাবতে হবে। জুলাইয়ের শহীদদের আত্মদানের কথা ভেবে আমাদের বদলাতে হবে।’


সর্বশেষ সংবাদ