দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জায়ামাত নেতার মৃত্যু

নিহত দেলোয়ার হোসেন
নিহত দেলোয়ার হোসেন  © সংগৃহীত

জয়পুরহাটে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দেলোয়ার হোসেন (৩৫) নামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক নেতা নিহত হয়েছেন। আজ বুধবার (১ জানুয়ারি) সকাল সোয়া আটটায় সদর উপজেলার গুয়াবাড়ি ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

ঘটনার সত্যতা  নিশ্চিত করেছেন সদর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবির। 

জানা গেছে, নিহত দেলোয়ার হোসেন সদর উপজেলার চৌমুহনী দণ্ডপানী গ্রামের মবেজ উদ্দিনের ছেলে। তিনি সদর উপজেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সদর উপজেলা শাখার সভাপতি ছিলেন। 

স্থানীয় সূত্রে জানা গেছে, দেলোয়ার হোসেন মোটরসাইকেল যোগে জয়পুরহাট শহরের দিকে যাচ্ছিলেন। গুয়াবাড়িঘাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সাথে ওই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দেলোয়ার হোসেন সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। তাৎক্ষণিক তাকে জয়পুরহাট জেনারেল হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবির বলেন, 'নিহত দেলোয়ার হোসেনের সঙ্গে তার স্ত্রী ছিলেন। তিনিও আহত হয়েছেন। তাকে জয়পুরহাট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আর অপর মোটরসাইকেল চালক ঘটনাস্থলে মোটরসাইকেল রেখে পালিয়ে গেছেন। মোটরসাইকেলের নম্বরপ্লেট অনুযায়ী মোটরসাইকেলটির মালিক নাটোরের।'

জামায়াত নেতার মৃত্যুতে শোক জানিয়েছেন জয়পুরহাট জেলা জামায়াতের আমির ডা. ফজলুর রহমান সাঈদ ও সেক্রেটারি জেনারেল গোলাম কিবরিয়া মন্ডল।  


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence