চিন্ময়ের জামিন শুনানিতে উপস্থিত থাকছেন না আইনজীবী রবীন্দ্র ঘোষ

চিন্ময় কৃষ্ণ দাস (বামে) ও তার আইনজীবী রবীন্দ্র ঘোষ (ডানে)
চিন্ময় কৃষ্ণ দাস (বামে) ও তার আইনজীবী রবীন্দ্র ঘোষ (ডানে)  © সংগৃহীত

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও চট্টগ্রাম পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানিতে উপস্থিত থাকছেন না তার আইনজীবী রবীন্দ্র ঘোষ। হৃদযন্ত্রের সমস্যা নিয়ে কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি থাকার কারণে নির্ধারিত দিনে শুনানিতে অংশগ্রহণ করতে পারছেন না তিনি।  

ভারতীয় সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। সংবাদমাধ্যমটি জানিয়েছে, 'মঙ্গলবার (৩১ ডিসেম্বর) হৃদজনিত সমস্যা নিয়ে তিনি কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়েছেন।  হাসপাতালে থাকায় তিনি কবে দেশে ফিরবেন তার কোনো নিশ্চয়তা নেই।'

সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, হাসপাতালে ভর্তি হওয়ার আগে মঙ্গলবার পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের নেতা কুনাল ঘোষের সঙ্গে বৈঠক করেছেন এই আইনজীবী।

এর আগে, দেশটির একাধিক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রবীন্দ্র ঘোষ জানিয়েছিলেন, চিন্ময়ের জন্য আইনি লড়াই করতে ২ জানুয়ারির আগে দেশে ফিরবেন তিনি। 

এ বিষয়ে চিন্ময়ের  আইনজীবী রবীন্দ্র ঘোষ বলেন, 'আমি এখন চিকিৎসাধীন রয়েছি। ডাক্তার যেদিন সুস্থ বলবেন সেদিন বাংলাদেশে যাব। আমি না থাকলেও অন্য আইনজীবীরা চিন্ময়ের পক্ষে দাঁড়াবেন।'  

এদিকে রবীন্দ্রনাথের পরিবার জানায়, আগামী মাসের শেষের দিকে কলকাতার একটি হাসপাতালে ভর্তি হবেন তিনি। সেখানে তার অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে। ফলে সহসাই বাংলাদেশে ফিরিছেন না তিনি।

উল্লেখ্য, বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আদালতে চিন্ময় কৃষ্ণ দাসের মামলার শুনানি রয়েছে। তবে সেদিন রবীন্দ্রনাথ ঘোষের অনুপস্থিতিতে তার মামলাটি কে পরিচালনা করবে তা জানা যায়নি। এর আগে, গত ৩ ডিসেম্বর চিন্ময় কৃষ্ণ দাসের শুনানির জন্য কোনো আইনজীবী না দাড়ানোয় পরবর্তী শুনানির জন্য ২ জানুয়ারি দিন ধার্য করেন আদালত।

উল্লেখ্য, গত ২৫ নভেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম ফেরার পথে রাষ্ট্রদ্রোহের মামলায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে গ্রেফতার হন চিন্ময় কৃষ্ণ দাস। পরদিন রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর হওয়াকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় আইনজীবী সাইফুল ইসলামকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence