১৩ বছর পর কাল দেশে ফিরছেন বিএনপি নেতা কায়কোবাদ

কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ
কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ  © সংগৃহীত

দীর্ঘ ১৩ বছর পর আগামীকাল শনিবার (২৮ ডিসেম্বর) দেশে আসছেন বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। সকাল ১১টায় ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবেন তিনি। সেখান থেকে তিনি জিয়াউর রহমানের মাজার জিয়ারত শেষে মুরাদনগর গিয়ে তার বাবা-মায়ের কবর জিয়ারত করবেন।

কুমিল্লার মুরাদনগরে সচেতন এলাকাবাসীর ব্যানারে উপজেলা সদরে সংবাদ সম্মেলন হয়। ওই সংবাদ সম্মেলনে কায়কোবাদের দেশে ফেরার তথ্য জানানো হয়েছে। এতে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশিদ।

তিনি বলেন, সাবেক ধর্ম প্রতিমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদকে স্বাগত জানাতে ঢাকায় বিমানবন্দরে লক্ষাধিক জনতা হাজির হবেন।

হারুনুর রশিদ বলেন, ২০০৮ এর নির্বাচনে বিজয় তার জন্য কাল হয়ে দাঁড়ায়। ফ্যাসিস্ট আওয়ামী লীগ নিশ্চিত হয়ে যায় কায়কোবাদকে সরাতে না পারলে মুরাদনগরে নৌকা বিজয়ী করা সম্ভব নয়। আওয়ামী লীগের প্রধান অ্যাজেন্ডা হয়ে যায় কায়কোবাদ ঠেকাও। সে কারণেই ২০১০ সালে পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনা সংসদে দাঁড়িয়ে সাবেক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদকে নিয়ে বিষোদ্‌গার করেন এবং বিডিআর হত্যাকাণ্ডের সাথে তাকে জড়িয়ে কল্পিত বক্তব্য দেয়।

তিনি আারও বলেন, এরপরই ২০০৪ সালের ২১ আগস্টের গ্রেনেড হামলা মামলায় অর্ধযুগ পর পরিকল্পিতভাবে তৃতীয় চার্জশিটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের নাম সংযুক্ত করে। কিন্তু সকল নিরপরাধ নেতৃবৃন্দ এই মিথ্যা মামলা থেকে খালাস পান।

হারুনুর রশিদ বলেন, তিনি কবে ফিরবেন মুরাদনগরের মানুষ সে প্রতীক্ষায় ছিলেন। আগামী ২৮ ডিসেম্বর সকাল ১১টায় ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবেন কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। সেখান থেকে তিনি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত করে মুরাদনগরে এসে তার বাবা-মায়ের কবর জিয়ারত করবেন।


সর্বশেষ সংবাদ