ভারতে চিন্ময়ের আইনজীবীর সঙ্গে বিজেপি নেতার সাক্ষাৎ

চিন্ময়ের আইনজীবী রবীন্দ্র ঘোষের সঙ্গে বিজেপি নেতা অর্জুন সিং-এর সাক্ষাৎ
চিন্ময়ের আইনজীবী রবীন্দ্র ঘোষের সঙ্গে বিজেপি নেতা অর্জুন সিং-এর সাক্ষাৎ   © সংগৃহীত

রাষ্ট্রদ্রোহের  মামলায় আটক বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী  রবীন্দ্র ঘোষের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জ্যেষ্ঠ নেতা অর্জুন সিং। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার ব্যারাকপুরে তাদের সাক্ষাৎ হয়।  এ সময় বাংলাদেশে সংখ্যালঘুদের অবস্থা ভয়াবহ বলে মন্তব্য করেছেন রবীন্দ্র ঘোষ। একই সাথে তিনি অভিযোগ করেছেন চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে দাঁড়ানোয় তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।

বুধবার (১৮ ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। 

রবীন্দ্র ঘোষের সঙ্গে সাক্ষাৎ শেষে বিজেপি নেতা অর্জুন সিং বলেন, ‘বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা যেন ন্যায়বিচার পান, সে জন্য লড়াই চালিয়ে যাওয়ার সাহস দেখিয়েছেন রবীন্দ্র ঘোষ। আমরা তার এই সাহসিকতার প্রশংসা করছি। জীবননাশের হুমকি সত্ত্বেও তার নিরলস প্রচেষ্টা আমাদের অনুপ্রাণিত করেছে।’

হিন্দু ধর্মীয় নেতা কার্তিক মহারাজ বলেন, ‘ন্যায়বিচারের প্রতি রবীন্দ্র ঘোষের যে প্রতিশ্রুতি, তা মানবতার প্রকৃত চেতনাকে তুলে ধরেছে। এই কারণে তাকে সমর্থন করা আমাদের দায়িত্ব।’ 

চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী রবীন্দ্র ঘোষ বলেছেন, 'এমন সমর্থনের জন্য কৃতজ্ঞ। বাংলাদেশে সংখ্যালঘুদের অবস্থা ভয়াবহ, আমি অন্যায়ের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব।'

উল্লেখ্য, চিন্ময় কৃষ্ণের জামিন শুনানি এগিয়ে নিতে ১২ ডিসেম্বর ঢাকা থেকে চট্টগ্রামে গিয়েছিলেন রবীন্দ্র ঘোষ।কোনোপ্রকার ওকালতনামা ছাড়াই রবীন্দ্র ঘোষ ওই আবেদন করায় যথাযথ প্রক্রিয়ায় আবেদন হয়নি মর্মে তা খারিজ করে দেন আদালত।

এদিকে, সোমবার (১৬ ডিসেম্বর)  চিকিৎসার জন্য ব্যারাকপুরে গিয়েছেন চিন্ময়ের আইনজীবী রবীন্দ্র ঘোষ। ভারতে তার উপস্থিতির কথা জানতে পেরে তার সঙ্গে দেখা করতে আসেন বিজেপি নেতা অর্জুন সিং।


সর্বশেষ সংবাদ