সচিবালয় ক্লিনিকে স্বাস্থ্যসেবা পাবেন অ্যাক্রিডিটেশন কার্ডধারী সাংবাদিকরা
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৪, ০১:২৮ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৫৯ PM
সচিবালয় বিটে কর্মরত অ্যাক্রিডিটেশন কার্ডধারী সাংবাদিকরা সচিবালয় ক্লিনিকে স্বাস্থ্যসেবা ও সচিবালয়ের ভেতর অবস্থিত পাসপোর্ট অফিস থেকে পাসপোর্ট নবায়ন করতে পারবেন বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেছুর রহমান৷
আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এমন প্রতিশ্রুতি দেন তিনি৷
সিনিয়র সচিব মোখলেছুর রহমান বলেন, ‘আমরা এ সপ্তাহেই একটা আদেশ জারি করব৷ এ আদেশের মাধ্যমে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা সচিবালয় থেকে যে স্বাস্থ্যসেবা পান, সেই সেবাটা সাংবাদিকরাও পাবেন৷ তবে এই সেবা পেতে অবশ্যই অ্যাক্রিডিটেশন কার্ডধারী হতে হবে৷’
তিনি আরও বলেন, ‘পাসপোর্ট নবায়নের ক্ষেত্রেও সচিবালয়ের অফিস থেকে যাতে সাংবাদিকরা পাসপোর্ট নবায়ন করতে পারে আমরা সেই ব্যবস্থা করব৷’